শেষে রান আউট হলেন জসপ্রীত বুমরা। ১১৩ রানে অলআউট মুম্বই। ৫২ রানে ম্য়াচ জিতল কেকেআর।
- Home
- Sports
- Cricket
- KKR vs MI Highligts- মুম্বইকে ৫২ রানে হারিয়ে দুরন্ত জয় পেলে কেকেআর, কোন পথে জয় পেল নাইটরা, জানুন বিস্তারিত
KKR vs MI Highligts- মুম্বইকে ৫২ রানে হারিয়ে দুরন্ত জয় পেলে কেকেআর, কোন পথে জয় পেল নাইটরা, জানুন বিস্তারিত

সোমবার আইপিএল ২০২২-এর মেগা ম্য়াচে মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স ও মুম্বই ইন্ডিয়ান্স। এবারের আইপিএল দুই দলরে কাছেই একেবারে ভালো যায়নি। ইতিমধ্যেই প্রতিযোগিতার প্রথম দল হিসেবে শেষ চারে ওঠার দৌড় থেকে ছিটকে গিয়েছে রোহিত শর্মার দল। বর্তমানে ১০ টি ম্য়াচ খেলে ২টি জয় ৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শেষে ১০ নম্বরে রয়েছে ৫ বারের আইপিএলে চ্যাম্পিয়নরা। অপরদিকে, টানা ৫ ম্যাচ হারের পর রাজস্থানের বিরুদ্ধে জয়ে ফিরলেও পরের ম্য়াচে লখনউয়ের বিরুদ্ধে লজ্জার হারের সম্মুখীন হতে হয়েছে শ্রেয়স আইয়রের দলকে। বর্তমানে ১১ ম্য়াচে ৪টি জয় ৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ৯ নম্বরে রয়েছে কেকেআর। শেষ চারে ওঠার আশা খুবই কঠিন নাইটদের। নিজেদের শেষ তিনটি ম্যাচ জেতার পাশাপাশি তাকিয়ে থাকতে হবে অন্য দলের ফলাফলের দিকে।
১১৩ রানে অলআউট মুম্বই
আউট কায়রন পোলার্ড
১৫ রান করে রান আউট হলেন কায়রন পোলার্ড।
রান আউট কার্তিকে
৩ রান করে রান আউট হলেন কার্তিতে। ১১১ রানে ৮ উইকেট মুম্বই।
আউট ড্য়ানিয়েল সামস, মুরগান অশ্বিন
একই ওভারে ৩টি উইকেট নিলেন প্য়াট কামিন্স। প্রথনে ইশান কিশান, এরপর ১ রান করে আউট হন ড্যানিয়েল সামস ও খাতা না খুলে আউট মুরগান অশ্বিন। ১০২ রানে ৭ উইকেট মুম্বই। ১৫ ওভারে ১০২ রামে ৭ উইকেট মুম্বই।
আউট ইশান কিশান
৫১ রান করে প্যাট কামিন্সের বলে আউট হলেন ইশান কিশান। ১০০ রানে ৫ উইকেট মুম্বই।
অর্ধশতরান করলেন ইশান কিশান
৪০ বলে হাফ সেঞ্চুরি করলেন ইশান কিশান। মরসুমের তৃতীয় অর্ধশতরান করলেন তিনি।
১৩ ওভার শেষে ৯০ মুম্বই
৪ উইকেট হারিয়ে কিছুটা চাপে মুম্বই। ১৩ ওভার শেষে ৯০।
আউট টিম ডেভিড
১৩ রান করে টিম ডেভিড আউট হলেন বরুণ চক্রবর্তীর বলে। ৮৩ রানে ৪ উইকেট মুম্বই।
আক্রমণাত্মক শুরু টিম ডেভিডের
রমনদীপ সিং আউট হলেও ৩ বলে ৩টি চার মারলেন এসেই টিম ডেভিড। ১১ ওভার শেষে ৭৮ রানে ৩ উইকেট মুম্বই।
আউট রমনদীপ সিং
রাসেলের বলে ১২ রান করে আউট হলেন রমনদীপ সিং। মুম্বই ৬৯ রানে ৩ উইকেট।
৮ ওভার শেষে ৫১ মুম্বই
আটোসাঁটো বোলিং করছে কেকেআর। ৮ ওভার শেষে ৫১ রানে ২ উইকেট মুম্বই ইন্ডিয়ান্স।
পাওয়ার প্লে শেষে মুম্বই ৩৭
পাওয়ার প্লের ৬ ওভার শেষে মুম্বই ২ উইকেটে ৩৭।
আউট তিলক ভার্মা
৬ রাম করে রাসেলের বলে আউট হলেন তিলক ভার্মা। ৫ ওভার শেষে ৩২ রানে ২ উইকেট মুম্বই।
২ ওভারে ১১ মুম্বই
প্যাট কামিন্সের দ্বিতীয় একটি চার সহ এল ৯ রান। ২ ওভারে ১১ মুম্বই ১ উইকেটেরে বিনিময়ে।
প্রথম ওবারেই আউট রোহিত শর্মা
টিম সাউদির প্রথম ওভারেই ২ রান করে আউট হলেন রোহিত শর্মা। মুম্বই ইন্ডিয়া ১ ওভার শেষে ১ উইকেটে ২ রান।
শেষ ওভারে ১ রান, কেকেআর ১৬৫
বড় স্কোর করার সুযোগ হাতছাড়া করল কেকেআর। বুমরার আগুনে বোলিংয়ে ধরাশায়ী কেকেআরের মিডল অর্ডার। শেষ ওভারে ১ রান দিলেন বুমরা। ১৬৫ রান করল কেকেআর।
আউট টিম সাউদি
খাতা না খুলেই সামসের বলে আউট হলেন টিম সাউদি। ১৯ ওভার শেষে ১৬৪ রানে ৯ উইকেট কেকেআর।
১৮ ওভারে ১৫৬ রানে ৮ উইকেট কেকেআর
মেডেন ওভার দিয়ে ৩ উইকেট নিলেন জসপ্রীত বুমরা। ১৮ ওভারে ১৫৬ রানে ৮ উইকেট কেকেআর।
আউট সুনীল নারিন
ফের খাতা না খুলে বুমরার বলে আউট সুনীল নারিন।
আউট প্য়াট কামিন্স
এসেই খাতা না খুলে বুমরার বলে আউট প্য়াট কামিন্স।