এবার করোনা ভাইরাসের থাবা শ্রীলঙ্কা সফররত ভারতীয়। কোভিড টেস্ট পজেটিভ এল ক্রুাল পান্ডিয়া। বাতিল হয়ে গেল ভারত বনাম শ্রীলঙ্কা দ্বিতীয় টি২০ ম্যাচ।

কিছু দিন আগে ইংল্যান্ড সফররত বিরাট কোহলির ভারতীয় দলে থাবা বসিয়েছিল করোনা ভাইরাস। আক্রান্ত হয়েছিলেন ঋষভ পন্থ। তবে এখন তিনি সম্পূর্ণ সুস্থ। যোগ দিয়েছেন ভারতীয় দলের সঙ্গে। এবার করোনা থাবা বসালো শ্রীলঙ্কা সফররত শিখর ধওয়ানের ভারতীয় দলে। আক্রান্ত দলের তারকা অলরাউন্ডার ক্রুণাল পান্ডিয়া। ক্রুণালের রিপোর্ট পজেটিভ আসার পরই আতঙ্ক ছড়িয়ে পড়েছে ভারতীয় দলে। যার কারণে স্থগিত হয়ে গেল মঙ্গলবারের ভারত-শ্রীলঙ্কা দ্বিতীয় টি২০।

ওয়ান ডে সিরিজ জয়ের পর টি২০ সিরিজেও ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে শিখর ধওয়ানের দল। মঙ্গলবার রাতে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ছিল দ্বিতীয় ম্যাচ। কিন্তু ক্রুণাল পান্ডিয়ার করোনা আক্রান্ত হওয়ার খবর দুই দলের কাছেই বজ্রাঘাতের সমান। আপাতত দুই দলকেই পাঠানো হয়েছে আইসোলেশনে। আতঙ্ক গ্রাস করেছে সকলকেই। ফের সকলের কোভিড টেস্ট করানো হয়েছে। রিপোর্টের ফল নেগেটিভ এলে বুধবরা ম্যাচ করানো হতে পারে বলে জানানো হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড তরফে।

Scroll to load tweet…

ক্রুণাল পান্ডিয়ার করোনা আক্রান্ত হওয়ায় সমস্যায় পড়েছেন পৃথ্বী শ ও সূর্যকুমার যাদব। কারণ ইংল্যান্ড সফররত ভারতীয় দলে চোট সমস্যায় জর্জরিত থাকায় এই দুই ক্রিকেটারকে পাঠানোর কথা বলেছিল বিসিসিআই। শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ শেষ হতেই তাদের ইংল্যান্ড উড়ে যাওয়ার কথা ছিল। তবে দলে করোনা ভাইরাস থাবা বসানোয় তাদের ক্ষেত্রে কী সিদ্ধান্ত নেওয়া হয় সেদিকেই নজর থাকবে সকলের। 

YouTube video player