সংক্ষিপ্ত

২১ নভেম্বর ইডেন গার্ডেন্সে (Eden Gardens) ভারত বনাম নিউজিল্যান্ডের (India vs New Zealand) তৃতীয় টি২০ ম্য়াচ। রোহিত শর্মা (Rohit Sharma), রাহুল দ্রাবিড় (Rahul Dravid) ও ইডেনের দর্শকদের স্বাগত জানাতে অভিনব ব্যবস্থা করছে সিএবি (CAB) কর্তৃপক্ষ। 
 

মাঝে করোনার প্রকোপের কারণে কেটে গিয়েছে দুটি বছর। ক্রিকেটের  নন্দন কানন ইডেন গার্ডেন্সে (Eden Gardens) আয়োজিত হয়নি কোনো আন্তর্জাতিক ক্রিকেট ম্য়াচ (International Cricket Match)। দর্শকের সেই  উচ্ছ্বাস, উন্মাদনা, 'মেক্সিকান ওয়েভে'-এর আওয়াজ মিস করেছে  প্লেয়ার থেকে ক্রিকেট প্রেমিরা। অবশেষে প্রতীক্ষার অবসান ঘটিয়ে ইডেনে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। ২১ নভেম্বর ভারত বনাম নিউজিল্যান্ড (India vs New Zealand ) টি২০ সিরিজের তৃতীয় ও শেষ ম্য়াচের আসর বসতে চলেছে কলকাতায় (Kolkata)। দীর্ঘ দিন পর ইডেনে টিম ইন্ডিয়া (Team India) ফেরায় সেই ম্য়াচকে স্মরণীয় করে রাখতে চাইছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। ম্য়াচে ইডেনের 'প্রাণ ভোমরা'  দর্শকরাও উপস্থিত থাকছেন। তবে পুরো নয়,মনে করা হচ্ছে ৭০শতাংশ দর্শক নিয়ে হবে ম্য়াচ। তাই দর্শকদের মনোরঞ্জনের জন্য অভিনব ব্যবস্থা নিচ্ছে সিএবি  (CAB) ।

এবার দুর্গো পুজোয়া রাজ্য জুড়ে হৈ-চৈ ফেলে দিয়েছিল শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের বুর্জ খলিফা। মন্ডপের আলোক সজ্জা অবাক করেছিল সককেই। প্রশংসিত হয়েছিল সর্বত্র। বুর্জ খলিফা নির্মাণের ক্ষেত্রে যে সংস্থাকে আলোকসজ্জার দায়িত্ব দেওয়া হয়েছিল, সেই সংস্থাকে দিয়েই ভারত-নিউজিল্যান্ড ম্যাচে ইডেন গার্ডেন্সকে সাজাতে চলেছে সিএবি কর্তারা। ইতিমধ্যেই সেই সংস্থাকে বরাত দেওয়া হয়ে গিয়েছে। শুরু হয়ে গিয়েছে কাজও।  যেটুকু জানা যাচ্ছে, ক্লাবহাউস-সহ চারটে ব্লকের বাইরে বসবে ‘গোগো’ লাইট। যা দিয়ে বেরোবে লেজার বিম। যার ফলে দর্শকদের ম্যাচ দেখার মজাই অন্যরকম হতে চলেছে। সিএবি যুগ্ম সচিব দেবব্রত দাস বলছিলেন,'আমরা ইতিমধ্যেই সব চূড়ান্ত করে ফেলেছি। দিন দুয়েক লাগবে কাজ শেষ হতে। ভারতবর্ষের কোথাও এই জিনিস হয়নি। বহুদিন পর ক্রিকেট ফিরছে ইডেনে। আমরা সেটাকে স্মরণীয় করে রাখতে আলোর উৎসবও তাই করব।' এছাড়াও আলোকসজ্জায় একাধিক অভিনবত্ব থাকতে পারে বলে জানা যাচ্ছে সিএবি সূত্রে।

শুধু ভারত বনাম নিউজিল্যান্ড ম্য়াচ উপলক্ষ্যেই নয়, এই ম্যাচ সিএবির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ,অতিমারীর প্রকোপ কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের ফেরা। তারসঙ্গে এই ম্য়াচে ভারতীয় দলের অধিনায়ক হিসেবে প্রথম  ইডেনে পা রাখবেন রোহিত শর্মা (Rohit Sharma)। এমনিতেই রোহিতের কাছে ক্রিকেটের নন্দন কানন খুবই পয়া মাঠ। তাছাড়াও ভারতীয় দলের কোচ হিসেবেও রাহুল দ্রাবিড় (Rahul Dravid) প্রথমবার ইডেনে আসবেন। দ্রাবিড়ের সঙ্গে ইডেনের সম্পর্ক কতটা চিরন্তন তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। ফলে ক্রিকেট, দর্শক, রোহিত,দ্রাবিড় সকলকে স্বাগত জজানাতেই নতুন  সাজে সাজছে ইডেন গার্ডেন্স।

YouTube video player