সংক্ষিপ্ত
- প্রথম টি২০ ম্যাচে জয় পেয়েছে টিম ইন্ডিয়া
- দ্বিতীয় ম্যাচে সিরিজ জয়ের হাতছানি ভারতের
- অপরদিকে সিরিজে ঘুড়ে দাঁড়াতে মরিয়া অসিরা
- সিডনিতে টানটান ম্যাচ দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা
একদিনের সিরিজ হারের পর টি২০ সিরিজে ঘুড়ে দাঁড়িয়ে ভারতীয় দল। প্রথম টি২০ ম্যাচে অস্ট্রেলিয়াকে ১১ রানে হারিয়ে জয় পেয়েছিল ভারতীয় ক্রিকেট দল। রবিবার সিরিজের দ্বিতীয় টি২০ ম্যাচে নামছে বিরাট কোহলির দল। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে হতে চলেছে এই ম্যাচ। প্রথম ম্যাচ থেকে জয় পেয়ে আত্মবিশ্বাস অনেকটাই ফিরে পেয়েছে মেন ইন ব্লুরা। অপরদিকে প্রথম ম্যাচের হার থেকে শিক্ষা নিয়ে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া অ্যারন ফিঞ্চের দল।
দ্বিতীয় ম্যাচে নামার আগে পরিস্থিতি অবশ্য কিছুটা সরগম রয়েছে। কারণ প্রথম ম্যাচে জাদেজার পরিবর্ত হিসেবে অর্থাৎ কনকাশেন সাব নিয়ে এখনও চলছে জল্পনা। তবে ভারতীয় দলের কাছে ধাক্কা দুরন্ত ফর্মে থাকা জাদেজাকে দলে না পাওয়া। চোটের কারণে ছিটকে গিয়েছেন তিনি। তাছাড়া কেএল রাহুল ও কোহলিদের ফর্ম ভরসা দিচ্ছে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে। রানে ফেরার জন্য মরিয়া হয়ে উঠেছেন মণীশ পাণ্ডে, শিখর ধওয়ান, সঞ্জু স্যামসন, শ্রেয়স আইয়ররা। বোলিং লাইনআপেও ছন্দে রয়েছেন চাহল, নটরাজন, বুমরারা। ফলে দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ পকেটে ভরতে বদ্ধপরিকর কোহলি ব্রিগেড। একনজরে দেখে নেওয়া যাক, ভারতীয় দলের সম্ভাব্য একাদশ।
ভারতীয় দলের সম্ভাব্য একাদশ-
শিখর ধওয়ান, কেএল রাহুল, বিরাট কোহলি, সঞ্জু স্যামসন, মণীশ পাণ্ডে/ শ্রেয়স আইয়র, হার্দিক পান্ডিয়া, ওয়াশিংটিন সুন্দর, দীপক চাহার, টি নটরাজন, জসপ্রীত বুমরা, যুজবেন্দ্র চাহল
অপরদিকে, দ্বিতীয় ম্যাচে জয়ে ফিরতে মরিয়া অস্ট্রেলিয়া। প্রথম ম্য়াচে বোলিং বিভাগ ঠিকঠাক পারফর্ম করলেও, ব্যাটিং বিভাগের ব্যর্থতার জেরে ম্যাচ হারতে হয়েছিল ব্যাগি গ্রিণদের। ফিঞ্চ, শর্ট, হেনরিকসরা রান পেলেও তা বড় রানে রূপান্তরীত করতে পারেনি। একসঙ্গে রান পাননি স্মিথ, ম্যাক্সওয়েল, ওয়েডরা। দলে চোট সমস্যা নিয়ে কিছুটা চিন্তা রয়েছে। দ্বিতীয় ম্যাচে দলে দু-একটি পরিবর্তনও করতে পারেন অজি টিম ম্যানেজমেন্ট। এক নজরে দ্বিতীয় ম্যাচের আগে দেখে নেওয়া যাক অস্ট্রেলিয়া দলের সম্ভাব্য একাদশ।
অস্ট্রেলিয়া দলের সম্ভাব্য একাদশ-
অ্যারন ফিঞ্চ, ম্যাথু ওয়েড/ডার্সি শর্ট, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মোজেস হেনরিক্স, অ্যালেক্স ক্যারি, শন অ্যাবট, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জোস হ্যাজেলউড, মিচেল সুইপসন/ন্যাথান লায়ন।