- মঙ্গলবার সিরিজের তৃতীয় টি২০ ম্যাচ
- অজিদের হোয়াইট ওয়াশের লক্ষ্যে ইন্ডিয়া
- অপরদিকে সম্মান রক্ষার লড়াই ব্যাগি গ্রিনদের
- টান টান ম্যাচ দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা
একদিনের সিরিজ হারের যোগ্য জবাব দিয়ে, এক ম্যাচ বাকি থাকতেই টি২০ সিরিজ জিতে নিয়েছে টিম ইন্ডিয়া। মঙ্গলবার সিরিজের তৃতীয় টি২০ ম্যাচে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ফের নামছে কোহলি ব্রিগেড। এই ম্য়াচ জিততে পারলেই অনন্য রেকর্ডের অধিকারী হবেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। কারণ তৃতীয় ম্যাচ জিততে পারলেই টি২০ সিরিজে হোয়াইট ওয়াশ হবে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার মাটিতে অজিদের টি-২০ সিরিজে হোয়াইটওয়াশ করার কৃতিত্ব রয়েছে ধোনির ভারতের৷ সেই রেকর্ড স্পর্শ করার সুযোগ এবার কোহলির টিম ইন্ডিয়ার কাছে।
ওডিআই সিরিজে প্রথম দুটি ম্যাচে হেরে সিরিজ হেরেছিল টিম ইন্ডিয়া। তৃতীয় একদিনের ম্যাচ জিতে সম্মান রক্ষা করে কোহলির দল। টি সিরিজে প্রথম ম্যাচ ১১ রানে ও দ্বিতীয় ম্যাচ ৬ উইকেটে জেতে টিম ইন্ডিয়া। দুই ম্যাচে দুরন্ত পারফর্ম করেছে টিম ইন্ডিয়া। ব্যাটে-বলে সব বিভাগেই অ্যারন ফিঞ্চের দলকে টেক্কা দেয় কোহলির দল। ব্যাট হাতে ছন্দে রয়েছে ধওয়ান, রাহুল, বিরাট, হার্দিকরা। বল হাতেও কামাল দেখাচ্ছেন টি নটরাজন, বুমরা, চাহলরা। ফলে তৃতীয় ম্যাচ জিতে অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করার বিষয়ে আত্মবিশ্বাসী মেন ইন ব্লুরা।
অপরদিকে, সিডিনিতে সম্মান রক্ষার লড়াইয়ে নামবে ব্যাগি গ্রিণরা। প্রথম ম্য়াচে ব্য়াটসম্যানদের ব্যর্থতা ও দ্বিতীয় ম্যাচে বোলারদের ব্যর্থতা ডোবায় অজিদের। তৃতীয় ম্যাচ জিতে দলের আত্মবিশ্বাস ফেরাতে মরিয়া ফিঞ্চ, স্টার্ক, ম্যাক্সওয়েল, স্মিথরা। আর টেস্ট সিরিজ শুরুর আগে দলকে জয়ের রাস্তায় ফেরাতে চায় ব্যাগি গ্রিনরা। সব মিলিয়ে ভারতীয় দলের বছরের শেষ ও সিরিজের তৃতীয় টোয়েন্টি -টোয়েন্টি ম্যাচে টানটান লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।
Read Exclusive COVID-19 Coronavirus News updates, from West Bengal, India and World at Asianet News Bangla.
খেলুন দ্য ভার্চুয়াল বোট রোসিং গেম এবং চ্যালেঞ্জ করুন নিজেকে। கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Dec 7, 2020, 11:11 PM IST