সংক্ষিপ্ত
আইপিএল ২০২২ (IPL 2022) -এর গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স ও পঞ্জাব কিংস (MI vs PBKS)। প্রথম জয়ের খোঁজে রোহিত শর্মার দল, অপরদিকে জয়ে ফিরতে মরিয়া মায়াঙ্ক আগরওয়ালের দল। ম্যাচের আগে দেখে নিন দুই দলের সম্ভাব্য একাদশ।
একটি দল চারটি ম্যাচ খেললেও একটিতেও জয়ের মুখ দেখেনি। অপর দল ৪টির মধ্যে দুটি ম্যাচ জিতলেও শেষ ম্যাচে হারের মুখ দেখতে হয়েছে। এই পরিস্থিতিতে আইপিএল ২০২২ (IPL 2022) -এর আরও একটি মেগা ম্য়াচে মুথোমুখি হতে চলেছে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স ও মায়াঙ্ক আগরওয়ালের পঞ্জাব কিংস (Mumbai Indians vs Punjab Kings)। পাঁচবারের আইপপিএল চ্যাম্পিয়ন দল শেষ কবে প্রতিযোগিতার প্রথম চারটি ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছিল তা মনে করা কঠিন। অপরদিকে, শুরুটা ভালো করলেও ধারাবাহিকতার অভাবের কারণে দুটি ম্যাচে হারের মুখ দেখতে হয়ে পঞ্জাবকে। এই পরিস্থিতিতে আজকের ম্যাচে জয়ে ফিরতে মরিয়া মুম্বই ইন্ডিয়া ও পঞ্জাব কিংস। হাড্ডাহাড্ডি ম্যাচ দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।
মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য একাদশ-
পঞ্জাব কিংসের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্স দলের ব্যাটিং লাইনআপের ওপেনিংয়ে থাকছেন দলের দুই তারকা রোহিত শর্মা ও ইশান কিশানের। এরপর মিডল অর্ডারে দেখা যাবে ডিওয়াল্ড ব্রেভিস। এরপর গত দুই ম্যাচে দুরন্ত পারফর্ম করা সূর্যকুমার যাদব। তারপর তরুণ ভারতীয় ব্য়াটসম্য়ান তিলক ভার্মা। মুম্বই দলে অলরাউন্ডারের ভূমিকায় খেলতে দেখা যেতে পারে কায়রন পোলার্ড, ও ফ্যাবিয়ান অ্যালেনকে। দলের বোলিং লাইনআপে স্পিন অ্যাটাকে খেলবেন মুরগান অশ্বিন। সঙ্গে থাকবেন ফ্যাবিয়ান অ্যালেন। পেস অ্যাটাকে দেখা যাবে জসপ্রীত বুমরা, জয়দেব উনাদকাট ও বাসিল থাম্পি।
পঞ্জাব কিংসের সম্ভাব্য একাদশ-
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে পঞ্জাব কিংস দলের ব্য়াটিং লাইনআপে ওপেনিংয়ে থাকছেন মায়াঙ্ক আগরওয়াল (অধিনায়ক), শিখর ধওয়ান। মিডল অর্ডারে খেলবেন লিয়াম লিভিংস্টোন, ভানুকা রাজাপাকসা (উইকেট রক্ষক), জনি বেয়ারস্টো। দলে অলরাউন্ডারের জায়গায় খেলবেন শাহরুখ খান ও ঋষি ধওয়ান। স্পিন অ্যাটেকে থাকছেন তারকা লেগ স্পিনার রাহুল চাহার । পঞ্জাবের পেস বোলিং লাইনআপে খেলবেন কাগিসো রাবাডা, অর্শদীপ সিং ও বৈভব অরোরা।
প্রসঙ্গত, বুধবার পঞ্জাব কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচ অনুষ্ঠিত হবে মহারাষ্ট্র ক্রিকেট অ্য়াসোসিয়েশন স্টেডিয়াম অর্থাৎ পুণেতে। এখানকার পিচও লাল মাটির। ব্যাটসম্য়ানরা সাহায্য পাওয়ার পাশাপাশি এই মাঠে স্পিনাররাও বাড়তি সাহায্য পেয়ে থাকে। রাতের দিকে কুয়াশার সমস্যাটিও মাথায় রাখতে হবে দুই দলকে। পাশাপাশি পঞ্জাব বনাম মুম্বই দুই দলেই একাধিক ম্য়াচ উইনার রয়েছে। তবে এবার আইপিএলে দুই দলের ব্য়াটিং-বোলিং বিভাগের সার্বিক শক্তির তুলনা করলে মুম্বইয়ের থেকে কিছুটা এগিয়ে রয়েছে পঞ্জাব কিংস। টস গুরুত্বপূর্ণ বিষয় হলেও, আজকের ম্যাচে মায়াঙ্ক আগরওয়াল ও শিখর ধওয়ানদের পক্ষেই বাজি ধরছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।