সংক্ষিপ্ত

আইসিসি টি২০ বিশ্বকাপে ২০২১-এ (ICC T20 World Cup 2021) পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে লজ্জার হার টিম ইন্ডিয়ার (Team India)। ম্যাচের পর সোশ্যাল মিডিয়ায় (Social Media) আক্রমণের শিকার মহম্মদ শামি (Mohahmmed Shami)। আনা হল গুরুতর অভিযোগ। শামির পাশে দাঁড়ালেন বীরেন্দ্র সেওয়াগ (Virender Sehwag)।
 

২৯ বছর ধরে ক্রিকেট বিশ্বকাপের মঞ্চে পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে অপরাজিত ছিল ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। কিন্তু ২০২১-এর টি২০ বিশ্বকাপে (ICC T20 World Cup 2021)অবশেষে ভাঙল সেই মিথ। ভারতের বিরুদ্ধে বিশ্বমঞ্চে প্রথম জয় পেল বাবর আজম (Babar Azam), মহম্মদ রিজওয়ান, শাহিন শাহ আফ্রিদিরা। শুধু মিথ ভাঙাই নয় পাকিস্তানের বিরুদ্ধে ১০ উইকেটে লজ্জার হারের সম্মুখীন হতে হয়েছে বিরাট কোহলির (Virat Kohli) দলকে। তারপরই নেট দুনিয়ায় ব্যাপক  সামোলচনার সম্মুখীন হতে হচ্ছে ভারতীয় দলকে। এমন হতাশাজনক পারফরমেন্স আশা করেননি অনেকেই।  ভারতীয় ক্রিকেটারদের মধ্যেই সবথেকে বেশি আক্রমণের শিকার হতে হচ্ছে মহম্মদ শামিকে (Mohammed Shami)।

পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে রোহিত শর্মা, কেএল রাহুলের মত তারকারা ব্যাটে রান পাননি। ঋষভ পন্থ আরও একবার সেট হয়ে উইকেট ছুঁড়ে দিয়ে এসেছেন। খুব একটা আহামারি অধিনায়কত্ব করেননি বিরাট কোহলিও। কিন্তু যাবতীয় ক্ষোভ গিয় যেন পড়ে মহম্মদ শামির উপর। আসলে ম্যাচ ভারতীয় বোলারদের মধ্যে সবথেকে খারাপ পারফরমেন্স করেছেন শামি। ৩ ওভার ৫ বলে খরচ করেছেন ৪৩ রান। সেই কারণেই আক্রমণের শিকার শামি। এমনকী তাকে ধর্মের ভিত্তিতেও আক্রমণ করা হয়েছে। কেই বলেছেন,'পাকিস্তানের থেকে কত টাকা খেয়েছ? একটু তো লজ্জা হওয়া উচিত ছিল। আমাদের তো চোখের জলে ভাসতে হল।' এমনকী পাকিস্তানই যে শামির দেশ, সে কথা বলতেও ছাড়েননি নেটাগরিকরা।

 

 

অবশ্য নেট দুনিয়ায় সকলেই যে শামিকে হারের জন্য সম্পূর্ণ দোষারপ করেছে তেমনটা নয়। শামির পাশেও দাঁড়িয়েছেন অনেকেই ।  এক নেটিজেন বলেন, 'দারুণ বল করেছ চ্যাম্প। তুমি তোমার সেরাটা দিয়েছ। আজ আমাদের দিন ছিল না।' ভারতের হয়ে কত ম্যাচ উইনিং পারফরমেন্স করেছেন শামি সেই কথাও মনে করিয়ে দেন নেটিজেনদের একাংশ। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বীরেন্দ্র সেওয়াগ শামির পাশে ট্যুইটে লেখেন,'সোশ্যাল মিডিয়ায় মহম্মদ শামিকে আক্রমণ করার তীব্র প্রতিবাদ জানাই। বরাবরের মতো এ বারও শামির পাশে আছি। ও সত্যিকারের চ্যাম্পিয়ন। তবে শুধু শামি নয়, জাতীয় দলের জার্সি গায়ে চাপানো সব ক্রিকেটাররা আমাদের হৃদয়ে রয়েছে। শামি পরের ম্যাচগুলোতে আগুন জ্বালিয়ে দাও।'

 

 

আরও পড়ুনঃT20 WC 2021 - কোহলির জমানাতেই ভাঙল ভারতের রেকর্ড, একরাশ লজ্জা উপহার দিল পাকিস্তান

আরও পড়ুনঃT20 WC 2021, লজ্জার হারের পরও নেটিজেনদেরে মন জিতলেন বিরাট কোহলি, জানুন কীভাবে

আরও পড়ুনঃT20 WC 2021- 'পাকিস্তানের থেকে কত টাকা খেয়েছ', নেট দুনিয়ায় চূড়ান্ত অপমানের শিকার মহম্মদ শামি

দীর্ঘ বছর ধরে ভারতীয় দলের হয়ে ক্রিকেট খেলছেন মহম্মদ শামি। দেশে ও বিদেশের মাটিতে বহু যুদ্ধ জয়ের সাক্ষী তিনি। এখনও পর্যন্ত টেস্ট ক্রিকেটে ৫৪ ম্যাচ শামির শিকার ১৯৫টি উইকেট, একদিনের ক্রিকেটে তার ঝুলিতে রয়েছে ৭৯ ম্যাচে ১৪৮ উইকেট, টি২০ ক্রিকেটে ১৩ ম্যাচে ১২টি উইকেট নিয়েছেন শামি। এহেন বোলারের বিরুদ্ধে এহেন অভিযোগ ও আক্রমণ দুর্ভাগ্যজনক বলেই মত ক্রিকেট বিশেষজ্ঞরা।

YouTube video player