আরব আমিরশাহিতে আইপিএল ২০২১-এর দ্বিতীয় পর্বে মুখোমুখি পঞ্জাব কিংস ও রাজস্থান রয়্যালস। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা হচ্ছে এই ম্য়াচ। ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন কেএল রাহুল 

আজ আইপিএলের (IPL 2021) মেগা ফাইটে মুখোমুখি কেএল রাহুলের (KL Rahul) পঞ্জাব কিংস (Punjab Kings) ও সঞ্জু স্যামসনের (Sanju Samson) রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা হচ্ছে এই ম্য়াচ। প্রথম পর্বে দুই দলের সাক্ষাতে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর ৪ রানে জয় পেয়েছিল পঞ্জাব। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আইপিএল ২০২১-এর ফিরতি লেগে আরব আমিরশাহিতে টস জিতল পঞ্জাব কিংস। টস জিতে পঞ্জাব অধিনায়ক লোকেশ রাহুল প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান রাজস্থানকে। এই ম্য়াচে পঞ্জাবের হয়ে অভিষেক হল বাংলার ইশান পোড়েলের।

Scroll to load tweet…

রাজস্থান রয়্যালস দলের প্রথম একাদশের ব্যাটিং লাইনআপে রয়েছে ইভেনলুইস, যশশ্বী জয়সওয়াল, সঞ্জু স্য়ামসন, মহিপাল লোমর, লিয়াম লিভিংস্টোন। অলরাউন্ডারের ভূমিকায় রয়েছে রিয়ান পরাগ, রাহুল তেওয়াটিয়া ও ক্রিস মরিস। বোলিং লাইনে রয়েছেন কার্তিক ত্যাগি, চেতন সাকারিয়া ও মুস্তাফিজুর রহমান। অপরদিকে পঞ্জাব কিংস দলের প্রথম একাদশের ব্যাটিং লাইনআপে রয়েছে কেএল রাহুল, মায়াঙ্ক আগরওয়াল, নিকোলাস পুরাণ, আইদেন মার্করাম, দীপক হুডা। অলরাউন্ডারের ভূমিকায় রয়েছেন ফ্যাবিয়ান অ্যালেন। বোলিং লাইনে রয়েছেন ইশান পোড়েল, হরপ্রীত ব্রার, মহম্মদ শামি, আদিল রাশিদ ও অর্শদীপ সিং।

Scroll to load tweet…

প্রসঙ্গত আইপিএলের প্রথম পর্বে আটটি ম্য়াচ খেলে মাত্র তিনটিতে জয় পেয়েছে কেএল রাহুলের পঞ্জাব কিংস। অপরদিকে ৭টি ম্য়াচ খেলে ৩টিতে জয় পেয়েছে সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস। ফলে শেষ চারের আশা জিইয়ে রাখতে গেলে আজকের ম্য়াচে জয় দরকার দুই দলেরই।


YouTube video player