উইম্বলডনের দ্বিতীয় রাউন্ডে জয় পেলেন ফেডেরার একউইসঙ্গে উইম্বলডনের ইতিহাসে গড়লেন রেকর্ড সেই ম্যাচ স্টেডিয়ামে বসে উপভোগ করলেন রবি শাস্ত্রী সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করলেন ভারতীয় কোচ  

বৃহস্পতিবার উইম্বলডনের দ্বিতীয় রাউন্ডের ম্যাচ জিতে অনন্য নজির গড়েছেন রজার ফেডেরার। রিচার্ড গ্যাস্কেটকে হারিয়ে তৃতীয় রাউন্ডে পৌছেছেন ফেডেক্স। খেলার ফল ৭-৬, ৬-১, ৬-৪। এই জয়ের ফলে শেষ ৪৬ বছরে সব চেয়ে বয়স্ক টেনিস খেলোয়াড় হিসেবে তৃতীয় রাউন্ডে পৌছলেন রজার ফেডেরার। অর্থাৎ ৪০ বছরের অব্যাহত ফেডেক্স ম্য়াজিক। আর এই ম্যাচ স্টেডিয়ামে থেকে পুরোপুরি উপভোগ করলেন ভারতীয় ক্রিকেট দলের কোচ রবি শাস্ত্রী।

Scroll to load tweet…

কিছুদিন আগে ইউরো কাপের প্রি কোয়ার্টার ফাইনালের ম্যাচে ওয়েম্বলিতে ইংল্যান্ড বনাম বনাম জার্মানি ম্যাচ দেখতে উপস্থিত ছিলেন ঋষভ পন্থ। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন ভারতীয় উইকেট রক্ষক ব্যাটসম্যান। এবার উইম্বলডনে রজার ফেডেরারের ম্যাচ দেখার মুহূর্তের ছবিও নেট দুনিয়য় শেয়ার করেন বিরাচ-রোহিতদের হেডস্যার। টুইটারে শাস্ত্রী লিখেছেন,'উইম্বলডনের মাঠে রোদ ঝলমলে দিন। এক অসাধারণ অনুভূতি। ঐতিহ্যের সেন্টার কোর্টের মজা উপলব্ধি করছি।'

Scroll to load tweet…

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের হারের পর কেটে গিয়েছে বেশ কয়েকটি দিন। হারের বেদনা এখন অনেকটাই কাটিয়ে উঠেছে ভারতীয় ক্রিকেটাররা। বর্তমানে ইংল্যান্ড সিরিজের আগে ২০ দিনের ছুটিতে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। ইংল্যান্ডের বিভিন্ন জায়গায় ঘুড়ে বেড়াতে দেখা যাচ্ছে ভারতীয় ক্রিকেটারদের। রোহিত শর্মা, মায়াঙ্ক আগরওয়াল থেকে ইশান্ত শর্মা সকলেই তাদের ছুটি কাটানোর ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছন। এবার সেই ধারাতেই গা ভাসালেন রবি শাস্ত্রীও।


YouTube video player