সংক্ষিপ্ত

ছক্কা মেরেই করে ফেললেন আরও একটি রেকর্ড।

তৃতীয় ম্যাচের পর চতুর্থ ম্যাচেও কথা বলল তার ব্যাট।

ওপেনার হিসেবে কিংবদন্তিদের আসনে বসলেন রোহিত শর্মা।

আর কারা আছেন এই তালিকায়?

 

সেই ছক্কা মেরেই টপকে গেলেন গোড়াপত্তনকারী ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১০০০০ রানের গণ্ডি। ভারতের চতুর্থ ক্রিকেটার হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেন ভারতের সীমিত ওভারের ক্রিকেটের সহ্ধিনায়ক রোহিত শর্মা। বসলেন, সুনীল গাভাস্কর, সচিন তেন্ডুলকর, বীরেন্দ্র সেওয়াগ-এর মতো কিংবদন্তিদের পাশে।

হ্যামিল্টনের সিডন পার্কে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি২০আই চলাকালীন ভারতীয় ইনিংসের ষষ্ঠ ওভারে রোহিত একটি ছয় মারতেই তাঁর ওপেনার হিসেবে ১০০০০ রান পূর্ণ হয়। সীমিত ওভারের ক্রিকেটে ভারতীয় সহ-অধিনায়কের আগমন ঘটেছিল ২০০৭ সালে। প্রথমদিকে তাঁর জায়গা হয়েছিল মিডল অর্ডার-এ। ২০১৩ সালে ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তাঁকে ওপেনার হিসাবে প্রথম খেলানো হয়। তারপর আর তাঁকে নামতে হয়নি।

ওপেনার হিসাবে, রোহিত ৭৭টি টি২০আই-তে ২৩২৬ রান করেছেন। আর একদিনের ক্রিকেটে ৫৮.১১-এর দুর্দান্ত গড়ে ১৪০ টি ম্যাচে ৭১৪৮ রান করেছেন। পঞ্চাশ ওভারের ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড-ও তাঁর হাতে। শ্রীলঙ্কার বিপক্ষে ২৬৪ রান করেছিলেন ওপেনা করতে নেমেই।

নিউজিল্যান্ডের বিপক্ষে চলতিসিরিজে প্রথম দুটি ম্যাচে যথাক্রমে ব্যর্থ হলেও তৃতীয় ম্যাচেই মাত্র ২৩ বলে অর্ধশতরান করেন। এদিনও ৪০ বলে ৬৪ রান করেছেন। তিনি ছাড়া কেএল রাহুল ২৭ ও বিরাট কোহলি ৩৮ রান করেন। ভারত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৯ রান তোলে।