সংক্ষিপ্ত
- ২২ গজে সচিন-লারা চিপ্রতিদ্বন্দ্বী
- মাঠের বাইরে তাদের অন্তরঙ্গ বন্ধুত্ব
- ফের তারা একে অপরের মুখোমুখি
- তবে এবার ২২ গজে নয়,গল্ফ কোর্সে
২২ গজে ক্রিকেট জীবনে সচিন তেন্ডুলকর বনাম ব্রায়ান লারার দ্বৈরথের কথা সকলেরই জানা। ক্রিকেটের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকে দুই কিংবদন্তীর ব্যাটিং দ্বৈরথ। ক্রিকেট জীবনের শেষে সার্বিক পরিসংখ্যানের বিচারে সচিন কিছুটা এগিয়ে গেলেও, টেস্টে ক্রিকেটে লারার ব্যক্তিগত ৪০০ রানের রেকর্ড এখনও অটুট। ক্রিকেটের বাইরে সচিন-লারার বন্ধুত্বের কথাও জানেন না এমন লোক পাওয়া মুশকিল। অন্তরঙ্গ বন্ধু বলতে যা বোঝায় সচিন-লারা জুটি তাই।
ঘনিষ্ঠ বন্ধু হলেও মাঠের লড়াইটা কিন্তু এখনও সমানভাবে উপভোগ করেন দুই তারকা। কোনও কিছুতেই প্রতিদ্বন্দ্বীতা করার সুযোগ পেলে তা হাতছাড়া করেন না কেউই। তাতেই বন্ধুত্বের আসল স্বাদ খুঁজে পান কিউ ব্য়াটিং গ্রেট। সম্প্রতি আবারও মুখোমুখি হয়েছিলেন দুই তারকা। তবে এবার ব্যাট হাতে নয়। গল্ফ কোর্সে। সচিন তেন্ডুলকর নিজের ট্যুইটার অ্য়াকাউন্ট থেকে তাদের দুজনের গল্ফের দ্বৈরথের ভিডিও শেয়ার করেন। যেখানে খোশ মেজাজে সেই প্রতিদ্বন্দ্বীতা উপভোগ করছেন দুই তারকা। একইসঙ্গে ছোট্ট ভিডিওটিতে রয়েছে ধারাভাষ্যও।
এর আগে ক্রিকেট তেকে অবসর নেওয়ার পর একাধিক বা বিভিন্ন প্রদর্শনী ক্রিকেট ম্য়াচে মুখোমুখি হয়েছেন সচিন তেন্ডুলকর ও ব্রায়ান লারা। চলতি বছরেই মুম্বইতে ওয়ার্লড রোড সেফটি সিরিজে খেলেছিলেন দুই ব্য়াটিং লেজেন্ড। কিন্তু করোনা বাইরাসের কারণে মাঝ পতে বন্ধ হয়ে যায় সেই প্রতিযোগিতা। তবে গল্ফ কোর্সে এবার সচি-লারার দ্বৈরথের ভিডিও মনে ধরেছে নেটিজেনদের। দুই কিংবদন্তীকে একসঙ্গে দেখার সুযোগ পেয়ে খুশি তাদের ভক্তরা। কিন্তু এই গল্ফের বন্ধুত্বপূর্ণ লড়াইতে শেষ পর্যন্ত কে জিতল তা জানা য়ায়নি।