সংক্ষিপ্ত

সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) ও বিরাট কোহলির (Virat Kohli) মধ্যে এগিয়ে কে।  বড় ব্যাটসম্যান কোন কিংবদন্তী (Legend)। এবার সেই প্রশ্নের উত্তর দিলেন মাস্টার ব্লাস্টার (Master Blaster)।

সচিন তেন্ডুলকর বনাম বিরাট কোহলি (Sachin Tendulkar vs Virat Kohli)। কে এগিয়ে, কে বড় ব্যাটসম্যান। একজন 'ক্রিকেট ঈশ্বর'। আন্তর্জাতিক ক্রিকেটে বিশ্বের একমাত্র ব্য়াটসম্য়ান হিসেবে একশোটি শতরানের মালিক। আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রানের অধিকারীও তিনি। অপরজন আধুনিক ক্রিকেটের রান মেশিন। এখনও পর্যন্ত ৭০টি শতরানের মালিক। বর্তমানে ব্য়াটে রানের খরা থাকলেও, একসময় মনে করা হয়েছিল সচিনের শত সেঞ্চুরির রেকর্ড ভাঙবেন তিনিই। ভারতীয় তথা বিশ্ব ক্রিকেটের দুই শ্রেষ্ঠ ব্য়াটসম্যান ও কিমবদন্তীকে নিয়ে নানা সময়ে নানা তুলনা হয়েছে। তাদের ভক্তদের মধ্যে উটেছে তর্ক-বিতর্কের তুফানও। কিন্তু বিতর্কের সমাপ্তি ঘটানো সত্যিই অসম্ভব। একাধিকবার এই প্রশ্নের সম্মুখীন হয়েছে সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) ও বিরাট কোহলিকে (Virat Kohli)। আরও একবার সেই প্রশ্নের উত্তর দিলেন মাস্টার ব্লাস্টার (Master Blaster)।

সম্প্রতি গ্রাহাম বেনসিঙ্গারের ইউটিউব চ্যানেলে এক সাক্ষাৎকারে যোগ দিয়েছিলেন সচিন তেন্ডুলকর। সেখানে নানা প্রসঙ্গে আলোচনা হয় দুজনেরল মধ্যে। সেখানেই আরও একবার উঠে আসে সচিন তেন্ডুলকর  বনাম বিরাট কোহলি প্রসঙ্গ। কে বেশি বড় প্লেয়ার তা জানতে চাওয়া হয় মাস্টার ব্লাস্টারের কাছে। আর সচিন তেন্ডুলকর এমন বুদ্ধিদীপ্ত উত্তর দিলেন যাতে চুপ করে গেলেন খোদ সঞ্চালক। সচিন তেন্ডুলকর এই বিষয়ে বিশ্লেষণ করতে গিয়ে কাউকেই কারুর উপরে রাখেননি। তিনি বলেছেন, 'কেমন হয় যদি আমরা দুজনেই এক দলে খেলতে পারি।'  ফলে এই বিষয়ে কোনও তুলনা ও আলোচোনা যে তিনি চান না তা প্রকারন্তরে বুঝিয়ে দেন কিংবদন্তী  সচিন তেন্ডুলকর। 

এর আগে  ‘ব্রেকফাস্ট উইথ চ্যাম্পিয়ন্স’ অনুষ্ঠানে গৌরব কাপুর একই রকমের প্রশ্ন করেছিলেন বিরাট কোহলিকে। সেই সময়ে ভারত অধিনায়ক ছিলেন কোহলি। সেই প্রশ্নের জবাবে বিরাট জানিয়েছিলেন স্কিলের নিরিখে বিচার করলে তিনি শচীনের ধারেপাশেও আসেন না। কোহলি বলেছিলেন,'যাঁরা তুলনার যোগ্য তাঁদেরই কেবল তুলনা করা চলে। আমার সঙ্গে এমন একজনের তুলনা করা হচ্ছে যাঁকে দেখে আমি ক্রিকেট খেলতে শুরু করি। স্কিলের দিক থেকে আমার সঙ্গে কোনও তুলনাই চলে না। কমপ্লিট ব্যাটসম্যান বলতে যা বোঝায় শচীন তেণ্ডুলকর তাই। তাহলে কীভাবে তুলনা সম্ভব? আমি সবসময়েই বলে আসছি শচীনের সঙ্গে তুলনা করা অন্যায়। আমাদের যা দিয়ে গিয়েছে, তার পরও ওর সঙ্গে তুলনা করা চলে না।'

প্রসঙ্গত, ক্রিকেট কেরিয়ারে খুব কম সময়ই একসঙ্গে খেলেছিলেন সচিন তেন্ডুলকর ও বিরাট কোহলি। সেই সময় সচিনের কাছ থেকে অনেক কিছু শিখেছেন বলেছে জানিয়েছিলেন বিরাট। এমনকী সচিন অবসর নেওয়ার পর ২০১৫ সালেৎ ইংল্যান্ড সফরে যখন বিরাট কোহলি একেবারে ফর্মে ছিলেন না। জেমস অ্যান্ডারসনের বলে বারবার আউট হয়েছিলেন। তখন দেশে ফিরে সচিনের কাছ থেকে পরামর্শ নিয়েছিলেন। তা ভুল-ত্রুটি শুধরে দিয়েছিলেন মাস্টার ব্লাস্টার। ফলে দুজনের মধ্যে কোনও প্রতিদ্বন্দ্বীকা তো দুরস্থ  সচিন-বিরাট সম্পর্ক সতীর্থ, দাদা বা শিক্ষক-ছাত্রের।