হাফ সেঞ্চুরির দোরগোড়ায় সৌরভ গঙ্গোপাধ্যায় ৪৯ তম জন্মদিনে শুভেচ্ছার জোয়ারে ভাসলেন তিনি বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানালেন মমতা বন্দ্যোপাধ্য়ায় নেট দুনিয়ায় শুভেচ্ছা জানালেন সচিন-ভাজ্জি-যুবিরা  

৪৯ তম জন্মদিনে দিনভর শুভেচ্ছা বার্তা ও উপহার পেয়ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। রাতেই সৌরভকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে প্রথম উপহারটা দিয়েছিলেন স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়। সৌরভকে একটি নতুন স্মার্ট ফোন উপহার দিয়েছেন ডোনা। এছাড়াও মেয়ে ও পরিবারের বাকি সদস্যদের উপহার, অনুরাগী-ভক্তদের উপহার তো রয়েইছে। বিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যাও বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানিয়েছেন সৌরভকে। উপহারে দিয়েছেন ফুলের স্তবক ও প্যান্ট-শার্ট। এছাড়া সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তা জানিয়েছেন সচিন তেন্ডুকর, বীরেন্দ্র সেওয়াগ, যুবরাজ সিংরা। 

সৌরভ সচিনের বন্ধুত্বের কথা আমাদের সকলের জানা। ২২ গজে তাদের জুটি ত্রাস ছিল বিপক্ষের। প্রিয় দাদির জন্মদিনে সৌরভকে বাংলায় শুভেচ্ছা জানালেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর। তিনি লেখেন,'আমার প্রিয় দাদি। শুভ জন্মদিন। আপনার সামনে একটি স্বাস্থ্যকর এবং সুখী বছর কামনা করি।'

Scroll to load tweet…

বীরেন্দ্র সেওয়াগও সৌরভকে জন্মদিনের শুভেচ্ছা জানান। 'দাদার মত ভাবনা ও আবেগ খুব এক মানুষেরই থাকে'। জন্মদিনের শুভেচ্ছা জানানো পাশাপাশি সৌরভের সুস্বাস্থের কামনা করেন সেওয়াগ।

Scroll to load tweet…

সৌরভকে জন্মদিনের শুভেচ্ছা জানান ভিভিএস লক্ষ্মণও। তিনি লেখেন,'আপনাকে জীবনের সবচেয়ে বড় আনন্দ এবং কখনও শেষ না হওয়া সুখের উপহার দেওয়া হোক। আপনার সামনে একটি দুর্দান্ত বছর কামনা করছি।'

Scroll to load tweet…

মহম্মদ কাইফ শুভেচ্ছা জানিয়ে লেখেন,'যখন দাদা নেতৃত্ব দেয় তখন নিজেকে আরও কিছুটা লম্বা মনে হয়। জন্মদিনের শুভেচ্ছা এমন একজন অধিনায়ককে যখন কেউ ভালো করলে পিঠে থাপ্পর দিয়েছিলেন আর যখন আপনি ব্যর্থ হয়েছেন তখন আপনার কাঁধের উপর হাত রেখেছে।'

Scroll to load tweet…

সুরেশ রায়না লেখেন, 'জন্মদিনের শুভেচ্ছা দাদা। ভারতীয় ক্রিকেট চিরকালের জন্য আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে, সবকিছুতে সেরাটা দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। ক্রিকেটের প্রতি আপনার আবেগ আগামী প্রজন্মের জন্য সর্বদা অনুপ্রেরণা হয়ে থাকবে।'

Scroll to load tweet…

ওয়াসিম জাফর বলেন,'ভারতীয় ক্রিকেটের সবচেয়ে অন্ধকার সময়ে তিনি দায়িত্ব নিয়েছিলেন এবং ভারতীয় ক্রিকেটকে নতুন ভোরের দিকে নিয়ে গিয়েছিলেন। শুভ জন্মদিন দাদা।'

Scroll to load tweet…

আবেগপ্রবণ বার্তা দিয়ে ট্যুইটারে সৌরভ গঙ্গোপাধ্য়ায়কে জন্মদিনের শুভেচ্ছা জানান যুবরাজ সিং। ট্যুইটে সৌরভকে গ্রেট ব্যাটসম্যান ও সত্যিকারের নেতা বলে আখ্যা দেন যুবি।

Scroll to load tweet…

ট্যুইটে জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি, সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বেশ কয়েকটি ছবি শেয়ার করেন হরভজন সিং। সৌরভকে তার অধিনায়ক বলে আখ্যা দেন ভাজ্জি। 

Scroll to load tweet…

ফলে পরিবারের ভালোবাসা, ভক্তদের শুভেচ্ছা, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ও সোশ্যাল মিডিয়ায় ভারতীয় ক্রিকেটারদের শুভেচ্ছা বার্তাতেই ৪৯ তম জন্মদিন কাটালেন প্রাক্তন ভারত অধিনায়ক ও বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের।

YouTube video player