সংক্ষিপ্ত
আইপিএল ২০২২ (IPL 2022) শেষেই দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে ঘরের মাঠে টি২০ সিরিজে (T20 Series) মুখোমুখি হবে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team) । ইতিমধ্যেই দল ঘোষণা করে দিয়েছে বিসিসিআই। তবে খেলার জন্য সব ক্রিকেটারদের দিতে হবে কঠিন পরীক্ষা।
শেষ লগ্নে চলে এসেছে আইপিএল ২০২২। আগামি ২৯ তারিখ প্রতিযোগিতার ফাইনাল। তারপরই শুরু হয়ে যাবে জাতীয় দলের ক্রিকেট সূচি। জুন মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হতে চলেছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার সিরিজ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারতীয় দল। ৫ ম্যাচের সিরিজে খেলবে টিম ইন্ডিয়া। তারপরই ইংল্য়ান্ড সফরে উড়ে যাবে ভারতীয় দল। সীমিত ওভারের সিরিজ খেলার পাশাপাশি গতবছর করোনার কারণে যে একটি টেস্ট ম্য়াচ বাকি থেকে গিয়েছে সেটিও খেলবে রোহিত শর্মার। তবে তার আগে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৮ জনের দল ঘোষণা করেছে বিসিসিআই। রোহিত শর্মা, বিরাট কোহলিদের বিশ্রাম দেওয়া হয়েছে এই সিরিজে। কেএল রাহুলের নেতৃত্বে খেলবে ভারত। কিন্তু ভারতীয় দলের হয়ে খেলতে কঠিন পরীক্ষা দিতে হবে সকল প্লেয়ারকে।
ভারতীয় দলের প্লেয়াররা শেষ ২ মাস ধরে ১০টি আলাদা ফ্র্যাঞ্চাইজির সঙ্গে রয়েছে। সেখানে সম্পূর্ণ ভিন্ন ভিন্ন ফিটনেস ট্রেনিংয়ের মধ্যে চিলেন সকলেই। কারণ সব দলের কোচ , ফিজিও, তাদের ধরণ সব কিছুই আলাদা আলাদা। অনেক প্লেয়ারের হাল্কা চোট বা টানা খেলার ধকলও থাকতে পারে। তাই আইপিএল শেষ হতেই নির্বাচিত সকল ক্রিকেটারকে দিতে হবে ফিটনেস টেস্ট। সেই পরীক্ষায় উত্তীর্ণ হলে তবেই দেশের হয়ে খেলার ছাড়পত্র পাবেন ক্রিকেটাররা। নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ডের কর্তা জানিয়েছেন, 'দক্ষিণ আফ্রিকা সিরিজের দলের সবাইকে এনসিএ-তে ফিটনেট শিবিরে যোগ দিতে হবে। অনেকেরই ছোটখাট চোট রয়েছে। তাই এই শিবিরটাকে আমরা খুব গুরুত্ব দিচ্ছি। যেমন হর্ষল পটেলেরই সেলাই রয়েছে। সকলে ঠিক অবস্থায় রয়েছে, এটা নিশ্চিত হওয়া জরুরি'। দলের সব সদস্যকে ৫ জুন বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে যোগ দিতে বলা হয়েছে। সেখানেই হবে সকলের ফিটনেস পরীক্ষা। এনসিএ প্রধান ভিভিএস লক্ষ্মণ এবং ফিজিয়ো নীতিন পটেলের নেতৃত্বে চলবে জাতীয় দলের ফিটনেস শিবির। ফলে নিজেদের ফিটনেস চূড়ান্ত পর্যায়ে রাখাটা এখন কঠিন চ্যালেঞ্জ ভারতীয় ক্রিকেটারদের সামনে।
এক নজরে দেখে নিন ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘোষিত ভারতীয় টি২০ দল-
কে এল রাহুল (অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড, ঈশান কিষাণ, দীপক হুডা, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ (সহ অধিনায়ক), দীনেশ কার্তিক, হার্দিক পাণ্ড্য, ভেঙ্কটেশ আইয়ার, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, অক্ষর পটেল, রবি বিষ্ণোই, ভুবেনশ্বর কুমার, হর্ষল পটেল, আবেশ খান, উমরান মালিক, অর্শদীপ সিংহ
আরও পড়ুনঃবিকিনিতে সুপার হট অ্যান্ড সেক্সি আরসিবির অধিনায়কের বউ, ছবি দেখলে পাগল হবেন আপনিও
আরও পড়ুনঃআইপিএল পার্টিই হয়েছিল কাল, আরসিবি ক্রিকেটারের বউ নিয়ে পালিয়েছিল সিএসকে তারকা