সংক্ষিপ্ত

আইপিএলের ইতিহাসে প্রথম অধিনায়ক হিসেবে ট্রফি জয় করেন শেন ওয়ার্নে। ২০০৭ সালে আইসিসি আয়োজিত প্রথম টি ২০ বিশ্বকাপ জিতেছিল ভারত। তারপরের বছর থেকে শুরু হয় আইপিএল (IPL)। ২০০৮ সালে শুরু হয় ক্রিকেটার ব্লকবাস্টার ইভেন্ট ইন্ডিয়া প্রিমিয়ার লিগ।

শোকের ছায়া ক্রিকেট মহলে। শুক্রবার সন্ধ্যায় প্রয়াত হলেন লেগ স্পিনের জাদুকর শেন ওয়ার্ন (Shane Warne)। হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্রে ৫২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। থাইল্যান্ডে নিজের বাড়িতেই মৃত্যু হয় কিংবদন্তী ক্রিকেট তারকার। এদিন শেন ওয়ার্নের (Shane Warne) সংস্থার পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়। যেখানে জানানো হয়, শেন ওয়ার্নকে ওনার বাংলোতে নিষ্প্রাণ অবস্থায় পাওযা গিয়েছে। মেডিকেল দল নিজেদের পুরো চেষ্টা করেও তাঁকে ফেরাতে পারেনি। তাঁর পরিবার একা থাকতে চায়। সময় মতো এই বিষয় বাকি তথ্য দেওয়া হবে। 

মুহূর্তে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে এই দুঃসংবাদ। ওয়ার্নের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে আসে। তাঁর ঝুলিতে রয়েছে অসংখ্য মাইলস্টোন। ১৪৫টি টেস্ট (Test) ম্যাচ খেলেন তিনি। একদিনের ক্রিকেটে ১৯৪ ম্যাচ খেলে নিয়েছেন ২৯৩টি উইকেট। তাঁর বড় অবদান আইপিএল-এ।  

আইপিএলের ইতিহাসে প্রথম অধিনায়ক হিসেবে ট্রফি জয় করেন শেন ওয়ার্নে। ২০০৭ সালে আইসিসি আয়োজিত প্রথম টি ২০ বিশ্বকাপ জিতেছিল ভারত। তারপরের বছর থেকে শুরু হয় আইপিএল (IPL)। ২০০৮ সালে শুরু হয় ক্রিকেটার ব্লকবাস্টার ইভেন্ট ইন্ডিয়া প্রিমিয়ার লিগ। এতে যোগ দেয় বিশ্বের সব দেশের ক্রিকেটাররা। 

প্রথম বছরই প্রথম সংস্করণেই জয় হয় শিল্পা শেট্টির মালিকাধীন রাজস্থান রয়্যালস দল। সেই দলের অধিনায়ক ছিলেন শেন ওয়ার্নে। এই বছর ফাইনালে একদল তরুণ ক্রিকেটারদের নিয়েই বাজিমাত করেছিল ওয়ার্নের রাজস্থান রয়্যালস। আইপিএল-এ ইতিহাস গড়েছিলেন তিনি। প্রথম আইপিএল জয়ী অধিনায়ক তিনি। আইপিএল ইতিহাসে বরাবারই উজ্জ্বল থাকবে তাঁর নাম। এমন কিংবদন্তির প্রায়ণ ক্রিকেট দুনিয়ার কাছে মেনে নেওয়া সত্যিই কঠিন। 

এদিকে, ১৯৯২ সালে ভারতের বিরুদ্ধে টেস্ট অভিষেক করেন তিনি। ১৯৯৩ সালে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড সফরে ৭১ উইকেটের মালিক ছিলেন শেন ওয়ার্ন (Shane Warne)। ১৯৯৯ সালে বিশ্বকাজ জয়ী দলের সদস্য ছিলেন তিনি। শুধু তাই নয়, ১৯৯৯ থেকে ২০০০ সালের মধ্যে পাঁচবার অ্যাশেজ জয়ী দলের সদস্য ছিলেন তিনি। আর তিনি প্রথম আইপিল-এর জয়ী অধিনায়ক। 
তিনি প্রায় ১৫ বছর মাঠ দাপিয়ে বেরিয়েছেন। ক্রিকেট (Cricket) দুনিয়ায় বেশ জনপ্রিয় ছিলেন শেন ওয়ার্ন। তাঁর ব্যক্তিগত জীবন ও বিলাবহুল জীবনযাত্রা সব সময় থাকত চর্চায়। প্রায় ৩৭৭ কোটির মালিক ছিলেন তিনি। বিবাহ বিচ্ছেদের পর বহু মেয়ের সঙ্গ নাম জড়ায় শেন ওয়ার্নের

আরও পড়ুন- বছরে প্রায় ৩০ কোটি টাকা আয় করতেন শেন ওয়ার্নে, দেখে নিন কত কোটির মালিক ছিলেন

আরও পড়ুন- স্পিনার্স নামে অন্তর্বাসের ব্র্যান্ড খোলেন ওয়ার্ন, ফ্যাশন দুনিয়া নিয়ে ছিল আগ্রহ

আরও পড়ুন- ব্যক্তিগত জীবন নিয়ে খবরে এসেছেন শেন ওয়ার্ন, লিজ হার্লির বিরহে কাতর ক্রিকেটার