সংক্ষিপ্ত
আজ সচিন তেন্ডুলকরের জন্মদিন (Sachin Tendulkar Birthday)। ৪৯-এ পা দিলেন মাস্টার ব্লাস্টার। সকাল থেকে শুভেচ্ছার জোয়ারে ভাসছেন মাস্টার ব্লাস্টার। শুভেচ্ছা জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) , বিরাট কোহলি (Virat Kohli)থেকে শুরু করে ভারতীয় ক্রিকেটাররা।
সৌরভ গঙ্গোপাধ্যায় ও সচিন তেন্ডুলকর। ২২ গজে হোক বা মাঠের বাইরে তাদের বন্ধুত্বের কথা সকলেরই জানা। তাদের পার্টনারশিপ যে এত সহজে ভাঙা যায় না তা বার বার বুঝতে পেরেছেন বিশ্বের তাবড় তাবড় বোলাররা। মাঠের বাইরের জীবনেও সব বাউন্সার ও ইয়র্কার সামলে নট আউট রয়েছে তাদের বন্ধুত্ব। ক্রিকেটকে বিদায় জানানোর পর যোগাযোগ কমলেও অন্তরের টানটা এখনও একইরকম রয়ে গিয়েছে দুজনের। তার প্রমাণ ফের মিলল রবিবার সচিন তেন্ডুলকরের জন্মদিনে। ২৪ এপ্রিল নিজের ৪৯ তম জন্মদিন পালন করছেন সচিন তেন্ডুলকর। সকাল থেকেই শুভেচ্ছার জোয়ারে ভাসছেন তিনি। আইসিসি, বিসসিআই থেকে শুরু করে প্রাক্তন-বর্তমান ক্রিকেটাররা শুভেচ্ছা জানিয়েছেন মাস্টার ব্লাস্টারক। আর সচিনের জন্মদিনে তার প্রিয় দাদি শুভেচ্ছা জানাবে তা আবার হয় নাকি। সোশ্যাল মিডিয়ায় সচিন তেন্ডুলকরকে মিষ্টি শুভেচ্ছা বার্তা জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছিলেন সচিন তেন্ডুলকর। রবিবার সচিনের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় দুজনের ছবি শেয়ার করে সৌরভ গঙ্গোপাধ্যায় লেখেন, 'আমার সেরা দেখা ক্রিকেটার ও কাছের বন্ধুকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। তোমাকে আগামী জীবনের শুভেচ্ছা জানাই।' সচিনকে সৌরভের এই শুভেচ্ছা বার্তা সৌশ্যাল মিডিয়ায় ঝড় তুলতে বেশি সময় লাগেনি। প্রসঙ্গত সচিন তেন্ডুলকর ও সৌরভ গঙ্গোপাধ্যায়। শুধু ভারত নয়, বিশ্ব ক্রিকেটের অন্যতম সফল ওপেনিং জুটি। অনেক ক্রিকেট বিশেষজ্ঞ তো সরাসরি বলেন, সর্বসাকালেক সেরা ওপেনিং জুটি। দুই কিংবদন্তীর পরিসংখ্যানও তো সেই কথায় বলে। সচিন-সৌরভের ওপেনিং জুটি ভারতের হয়ে ১৭৬টি ম্যাচ খেলে তুলেছেন ৮,২২৭ রান। গড় ৪৭.৫৫। ওপেনিং জুটিতে শতরানের পার্টনারশিপেও রেকর্ড গড়েছেন এই দুই প্রবাদপ্রতিম। সচিন-সৌরভের ওপেনিং জুটিতে মোট ২১ বার শতরানের পার্টনারশিপ হয়েছে। এটাও বিশ্বরেকর্ড। সব ধরনের ক্রিকেট মিলিয়ে আন্তর্জাতিক মঞ্চে টিম ইন্ডিয়ার দুই প্রাক্তন একসঙ্গে ৩৪১টি ম্যাচে ২৪ হাজার রানের বেশি করেছেন।
ইনস্টাগ্রাম স্টোরিতে সচিনের সঙ্গে তাঁর একটি ছবি পোস্ট করেছেন, সঙ্গে লিখেছেন, 'তাঁকে জন্মদিনের শুভেচ্ছা, যাঁর ক্রিকেট নামক খেলাটির প্রতি প্যাশন অসংখ্য মানুষকে প্রেরণা দিয়েছে। বছরটা আপনার দুর্দান্ত কাটুক পাজি।'
বিরাটের মতই সচিনকে জানিয়েছেন আর হরভজন সিং। ভাজ্জি টুইটারে লিখেছেন, 'পাজি তোমাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। পৃথিবীর সব খুশি যেন তুমি পাও, এই কামনা করি। বিশেষ দিনটা খুব ভালভাবে কাটিও। জৈব বলয় থেকে বেরিয়ে যাওয়ার পর আমরা সেলিব্রেট করব।'
বরাবরই সচিনের খুব কাছের মানুষ হলেন রবি শাস্ত্রী । টিম ইন্ডিয়ার প্রাক্তন হেড কোচও 'গড অফ ক্রিকেট'কে শুভেচ্ছা জানিয়েছেন। সচিনের প্রতি তার ভালোবাসা ও সম্মানের কথাও জানিয়েছেন শাস্ত্রী।
এছাড়া জন্মদিনে দেশ-বিদেশ থেকে সচিন তেন্ডুলকরের কোটি কোটি ভক্তরাও প্রিয় তারকাকে তার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন। সকলের ভালোবাসায় আপ্লুত ক্রিকেট কিংবদন্তী।