সংক্ষিপ্ত
৮২ বছর বয়সে প্রয়াত ক্রিকেট গুরু বাসু পরাঞ্জপে। তিনি কোচিং করিয়েছেন ভারতীয় ক্রিকেট একাধিক কিংবদন্তীকে। বাসু পরাঞ্জপের প্রয়াণে শোকস্তব্ধ ভারতীয় ক্রিকেট মহল।
ভারতীয় ক্রিকেটে নক্ষত্র পতন। প্রয়াত হলেন বাসু পরাঞ্জপে। ক্রিকেট কেরিয়া দীর্ঘ না হলেও কোচিংয়ে তাকে ভারতীয় ক্রিকেটের 'দ্রোনাচার্য' বলা হয়। ভারতীয় ক্রিকেটের একাধিক মহা তারকাকে প্রশিক্ষণ দিয়েছেন তিনি। সেই তালিকায় রয়েছে সুনীল গাভাস্কর,সচিন তেন্ডুলকর, দিলীপ বেঙ্গসরকার, অনিল কুম্বলে, বিনোদ কাম্বলি সহ একাধিক তারকা। ৮২ বছর বয়য়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বাসু পরাঞ্জপে। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ ক্রিকেট মহল।
বাসু পরাঞ্জপের প্রয়াণে সচিন তেন্ডুলকর স্মৃতিচারণ করে একটি চিঠি লিখেছেন। সেখানে অনুর্ধব ১৫ জাতীয় শিবিরের কথা তুলে ধরেছেন মাস্টার ব্লাস্টার। ভারতীয় দলের প্রধান কোচ রবি শাস্ত্রী লিখেছেন,'বাসু পরাঞ্জপের মৃত্যুতে আমি শোকাহত। আপনার আত্মার শান্তি কামনা করি। 'বিনোদ কাম্বলিও তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ট্যুইট করেছেন। অনিল কুম্বলে লিখেছেন,'জাতীয় শিবিরে আপনার প্রশিক্ষণ পেয়েছি। অনেক কিছু শিখেছি। আপনার অভাব অনুভব করব। ভাল থাকবেন স্যর।' শোক প্রকাশ করেছেন সুনীল গাভাসকরও। গাভাসকরকে সানি নামে অভিহিত করেছিলেন বাসু পকরাঞ্জপে।
বেশ কয়েক দিন ধরেই পার্কিনসন সহ বার্ধকজনতি নানা অসুখে ভুগছিলেন কিংবদন্তী কোচ। হাসপাতালেও ভর্তি ছিলেন তিনি। অবশেষে সোমবার প্রয়াত হন তিনি। মুম্বই ও বরোদার হয়ে মোট ২৯টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছিলেন তিনি। এরপরই সম্পুর্ণরূপে ক্রিকেট কোচিংয়ে মনোনিবেশ করেন। দীর্ঘ কোচিং কেরিয়া অনেক ইতিহাসের সাক্ষী থেকেছেন তিনি। ভারতীয় ক্রিকেটের একাধিক ব্যক্তিত্ব বাসু পরাঞ্জপের প্রয়াণে শোক প্রকাশ করেছেন।