শাহিন আফ্রিদি এক ওভারে এল ২২ রান। পরপর তিনটি ছয় মেরে খেলা শেষ করেলন ম্য়াথু ওয়েড। এক ওভার বাকি থাকতেই ৫ উইকেটে জয় পেল অস্ট্রেলিয়া।
- Home
- Sports
- Cricket
- T20 WC 2021, Semifinal 2, Highlights - আফ্রিদিকে ছয়ের হ্যাট্রিক, রুদ্ধশ্বাস ম্যাচ জিতে ফাইনালে অস্ট্রেলিয়া
T20 WC 2021, Semifinal 2, Highlights - আফ্রিদিকে ছয়ের হ্যাট্রিক, রুদ্ধশ্বাস ম্যাচ জিতে ফাইনালে অস্ট্রেলিয়া
)
বৃহস্পতিবার, টি২০ বিশ্বকাপ ২০২১-এর (T20 World Cup 2021) দ্বিতীয় সেমিফাইনালে, দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি অস্ট্রেলিয়া (Australia) এবং পাকিস্তান (Pakistan)। এই ধুন্ধুমার লড়াইয়ের প্রতি মুহূর্তের লাইভ আপডেট (Live Update) পান এখানে -
- FB
- TW
- Linkdin
হিরো থেকে জিরো শাহিন আফ্রিদি
ঝোড়ো ব্য়াটিং স্টয়নিস ও ওয়েডের
হাসান আলির ওভারে এল ১৫ রান। ২ ওভারে অস্ট্রেলিয়ার দরকার ২২ রান।
১৭ ওভার ১৪০ অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়া শেষ ভরসা স্টয়নিস। ৩ ওভারে দরকার ৩৭।
১৫ ওভার শেষে ১১৫ অস্ট্রেলিয়া
১৫ ওভার শেষ অস্ট্রেলিয় ১১৫। ৩০ বলে ৬২ রান দরকার।
১৪ ওভার শেষে ১০৯ অস্ট্রেলিয়া।
স্টয়নিস ও ওয়েড লড়াই চালাচ্ছেন। ১৪ ওভার শেষে ৫ উইকেটে ১০৯ অস্ট্রেলিয়া। ৩৬ বলে দরকার ৬৮ রান।
আউট ম্যাক্সওয়েল
৭ রান করে শাদাব খানের চতুর্থ শিকার হলেন গ্লেন ম্যাক্সওয়েল।
১২ ওভার শেষে অস্ট্রেলিয়া ৯৫
চাপের মধ্য়ে ব্য়াট করছেন ম্যাক্সওয়েল ও স্টয়নিস। ১২ ওভার শেষে অস্ট্রেলিয়া ৪ উইকেটে ৯৫।
বড় ধাক্কা অস্ট্রেলিয়ার, আউট ডেভিড ওয়ার্নার
বড় ধাক্কা অস্ট্রেলিয়া দলের। ৪৯ রান করে শাদাব খানের তৃতীয় শিকার হলেন অজি তারকা। ৮৯ রানে ৪ উইকেট হারিয়ে চাপে অস্ট্রেলিয়া।
১০ ওভার শেষে অস্ট্রেলিয়া ৮৯
একাই লড়াই করে .যাচ্ছেন ওয়ার্নার। ১০ ওভার শেষে অস্ট্রেলিয়া ৩ উইকেটে ৮৯।
আউট স্টিভ স্মিথ
৫ রান করে শাদাব খানের বলে আউট স্টিভ স্মিথ। ৭৭ রানে ৩ উইকেট।
অনবদ্য ব্যাট করছেন ডেভিড ওয়ার্নার
দুরন্ত ব্যাটিংকরছেন ওয়ার্নার। ৮ ওভার শেষে অজিরা ২ উইকেটে ৭০।
আউট মিচেল মার্শ
২৮ রান করে শাদাব খানের বলে আউট হলেন মিচেল মার্শ।
পাওয়ার প্লে শেষে অস্ট্রেলিয়া ৫২
৬ ওভার শেষে অস্ট্রেলিয়া ৫২ রানে ১ উইকেট। অর্ধশতরানের পার্টনারশিপ গড়ল ওয়ার্নার ও মার্শ জুটি।
মেজাজে ব্য়াট করছেন মিচেল মার্শও
হ্যারিস রউফের বলে পঞ্চম ওভারে ১৪ রান। একটি ছয় ও একটি চার মারলেন মিচেল মার্শ। ৫ ওভার শেষে অস্ট্রেলিয়া ১ উইকেটে ৪৪।
চতুর্থ ওভারে মারকাটারি ব্যাটিং ওয়ার্নারের
ইমাদ ওয়াসিমকে চতুর্থ ওভারে দুটি চার ও একটি ছয়মারলেন ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়া ৪ ওভারে ৩০।
দ্বিতীয় ওভার শেষে অস্ট্রেলিয়া ৬
দ্বিতীয়া ওভারে সাবধানী ব্য়াটিং অস্ট্রেলিয়ার। ক্রিজে রয়েছেন ওয়ার্নার ও মিচেল মার্শ। দ্বিতীয় ওভার শেষে অস্ট্রেলিয়া ১ উইকেটে ৬।
প্রথম ওভার শেষে ১ রানে ১ উইকেট
প্রথম ওভারেই চাপে অস্ট্রেলিয়া। আউট ফিঞ্চ। উইকেট শিকীরা শাহিন আফ্রিদি। অস্ট্রেলিয়া ১ রানে ১ উইকেট।
প্রথম ওভারেই আউট ফিঞ্চ
খাতা না খুলেই প্রথম ওভারে শাহিন আফ্রিদির বলে আউট অ্যারন ফিঞ্চ।
দুরন্ত পাকিস্তান দিল ১৭৭ রানের লক্ষ্যমাত্রা
বিশেষজ্ঢরা বলেছিলেন পাকিস্তানকে ১৬০ করতে হবে। পাকিস্তান শেষ করল ১৭৬/৪ স্কোরে। ৩২ বলে ৫৫ রানে অপরাজিত থাকলেন তিনি। হাফিজ ১ বলে ১ করে অপরাজিত থাকলেন। শেষ দিকে চেপে ধরেছিলেন অজি বোলাররা। ১৯তম ওভারে মাত্র ৩ রান দেন কামিন্স। আউট হন আসিফ আলি। শেষ ওভারের প্রথম তিন বলেও ১টি উইকেট পড়েছিল রান উঠেছিল ২। তবে শেষ তিন বলে ২ টি ছয়-সহ ১৩ রান নিলেন জামান।
অর্ধশতরান জামানের
পরপর দুই বলে দুটি ছয় মেরে ৩১ বলে অর্ধশতরান পূর্ণ করলেন ফখর জামান। মারলেন ৩ টি চার এবং ৪ টি ছয়।