সংক্ষিপ্ত
টি২০ বিশ্বকাপ ২০২১-এর (T20 World Cup 2021) শুরুর মুখে 'ওয়ার্ল্ড চ্যাম্পিয়নস' (World Champions) নামে তাঁর নতুন গান প্রকাশ করলেন ডোয়াইন ব্রাভো (Dwayne Bravo)। ওয়েস্ট ইন্ডিজের (West Indies) ক্রিকেটারদের তার সঙ্গে নাচতে দেখা গেল।
ওয়েস্ট ইন্ডিজের (West Indies) ক্রিকেটারদের ব্যাপারই আলাদা। তাঁরা জানেন, ক্রিকেট মাঠে ভাল পারফর্ম করার সঙ্গে সঙ্গে জীবনকে কীভাবে উপভোগ করতে হয়। ক্রিস গেইল (Chris Hayle), ডোয়াইন ব্রাভো (Dwayne Bravo), কায়রন পোলার্ড (Kieron Pollard), আন্দ্রে রাসেলরা (Andre Russell) বিশ্ব ক্রিকেটের, বিশেষ করে টি২০ ক্রিকেটের একেকজন কিংবদন্তী। সম্ভবত এইবারই শেষ তাঁরা টি২০ বিশ্বকাপ খেলবেন। এই দারুণ চাপের টুর্নামেন্ট শুরু করার আগেও ক্যারিবিয়ান ক্রিকেটাররা একেবারেই হালকা মেজাজে। নাচে-গানে মেতে উঠলেন তাঁরা।
ওয়েস্ট ইন্ডিজের (West Indies) ক্রিকেটারদের ব্যাপারই আলাদা। তাঁরা জানেন, ক্রিকেট মাঠে ভাল পারফর্ম করার সঙ্গে সঙ্গে জীবনকে কীভাবে উপভোগ করতে হয়। ক্রিস গেইল (Chris Hayle), ডোয়াইন ব্রাভো (Dwayne Bravo), কায়রন পোলার্ড (Kieron Pollard), আন্দ্রে রাসেলরা (Andre Russell) বিশ্ব ক্রিকেটের, বিশেষ করে টি২০ ক্রিকেটের একেকজন কিংবদন্তী। সম্ভবত এইবারই শেষ তাঁরা টি২০ বিশ্বকাপ খেলবেন। এই দারুণ চাপের টুর্নামেন্ট শুরু করার আগেও ক্যারিবিয়ান ক্রিকেটাররা একেবারেই হালকা মেজাজে। নাচে-গানে মেতে উঠলেন তাঁরা।
"
আর নাচ-গান মানেই তাতে সবার সামনের সারিতে থাকবেন 'ডিজে ব্রাভো', তা বলাই বাহুল্য। বিশ্বকাপ শুরুর আগই তিনি 'ওয়ার্ল্ড চ্যাম্পিয়নস' (World Champions) নামে তাঁর নতুন গান প্রকাশ করলেন। এর আগে ২০১৬ সালে টি২০ বিশ্বকাপের ঠিক আগে 'চ্যাম্পিয়ন্স' (Champions) নামে একটি গান প্রকাশ করেছিলেন। মুক্তি পাওয়ার পরই গানটি বিশাল হিট হয়েছিল এবং সেটি সেই বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ দলের নিজেদের গানে পরিণত হয়েছিল। ফাইনালে শেষ ওভারের রোমাঞ্চকর খেলায় ইংল্যান্ডকে পরাজিত করে তারাই চ্যাম্পিয়ন হয়েছিল। এবার তাঁর ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন গানের সঙ্গে নাচছে দেখা গেল পুরো ক্যারিবিয়ান দলকে।
আরও পড়ুন - T20 World Cup, IND vs PAK - উষ্ণতায় গ্যালারি মাতান যেসব পাক সুন্দরীরা, দেখুন ছবিতে ছবিতে
মাঠে হোক কি মাঠের বাইরে, ব্রাভো সবসময়ই ফ্য়ানদের আলোচনায় থাকেন। এদিন ইনস্টাগ্রামে তিনি তাঁর এই নতুন গানের ভিডিওটির একটি ছোট্ট ঝলক প্রকাশ করেছেন। পোলার্ড, গেইল, নারিন, ফ্লেচার এবং অ্যালেনের মতো ক্যারিবিয়ান তারকা ক্রিকেটারদের ব্রাভোর সুরের নাচতে দেখা গিয়েছে। দেখে নিন সেই ভিডিওটি -
টি২০ বিশ্বকাপ ২০২১-এর (T20 World Cup 2021) শুরুটা ওয়েস্ট ইন্ডিজের কিন্তু ভাল হয়নি। মূল পর্বের খেলা এখনও শুরু না হলেও প্রস্তুতি ম্যাচের দুটিতেই বড় ব্যবধানে হেরেছেন পোলার্ডরা। প্রথম ম্যাচে পাকিস্তান তাদের ৭ উইকেটে পরাজিত করেছে। দ্বিতীয় ম্যাচে আফগানিস্তান জিতেছে ৫৬ রানে। তবে এভিন লুইস, কায়রন পোলার্ড এবং শিমরন হেতমায়ারকে সিপিএল ২০২১ এবং আইপিএল ২০২১-এ ভাল ফর্মে দেখা গিয়েছে। বোলিং বিভাগের চাবিকাঠি আকিল হোসেন এবং রবি রামপালের হাতে।