সংক্ষিপ্ত
২০০৭ সালের ১৯ সেপ্টেম্বর ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডের , ১ ওভারে ৬টি ছক্কা মেরেছিলেন যুবরাজ সিং। তার ১৪ বছর পর ফের সেই কাজ করে দেখালেন যুবি, ভিডিও বল ভাইরাল।
২০০৭ সালের ১৯ সেপ্টেম্বর, ভারতীয় ক্রিকেট সমর্থকদের পক্ষে তারিখটা ভোলা সম্ভব নয়। আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় ব্যাটার হিসাবে ১ ওভারে ৬টি ছক্কা মেরেছিলেন যুবরাজ সিং। ইংল্যান্ডের বিরুদ্ধে ম্য়াচে অ্যান্ড্রু ফ্লিনটফের সঙ্গে ঝামেলার পরই ইনিংসের ১৯তম ওভারে ফাস্ট বোলার স্টুয়ার্ট ব্রডের উপর ভয়ঙ্কর আক্রমণ চালিয়েছিলেন তিনি। তারপর ১৪টা বছর কেটে গিয়েছে। ফের ১ ওভারে ৬টি ছয় মারলেন যুবি, নিজের বাড়ির ছাদে।
১৪ বছর আগে দক্ষিণ আফ্রিকার ডারবানের মাঠে সেই ৈতিহাসিক পারফরম্যান্স উপহার দিয়েছিলেন যুবরাজ। তার জোরেই ভারত, ইংল্যান্ডকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল। মাত্র ১২ বলে অর্ধশতরান করেছিলেন যুবরাজ, যা এখনও টি-টোয়েন্টিতে দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড। যুবরাজ ব্যাট করতে নামার আগে ভারত মেরেকেটে ২০০ রানে পৌঁছানোর কথা ভাবছিল। কিন্তু যুবির সেই ধ্বংসাত্মক ব্যাটিংয়ে ভারত ২০ ওভারে ২১৮/৪ তুলেছিল। যুবরাজ করেছিলেন ১৬ বলে ৫৮ রান। জবাবে, ইংল্যান্ডও বেশ কাছাকাছি এসেছিল। কিন্তু, শেষপর্যন্ত ১৮ রানে পরাজিত হয়। ইরফান পাঠান ৩৭ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন।
"
তারপরের ১৪ বছরে অনেক কিছু ঘটে গিয়েছে। ক্রিকেট বিশ্বে আইপিেল-ের মতো টুর্নামেন্ট েসেছে। যুবি অসুস্থ হয়েছেন। ক্যান্সার জয় করে ফের ক্রিকেটে ফিরে েসেছেন। তারপর েকদিন অবসরও নিয়েছেন। েতদিন পর ভক্তদের স্মৃতিতে যদি ধুলো পড়ে? তাই ফের ১ ওভারে ৬টি ছয় মেরে দেখালেন যুবি। ছিক কিংসমিড স্টেডিয়ামের মতো করে।
আসলে, প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান তার ইউটিউব চ্যানেলে কটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে যুবি মজার ছলে ব্রডের ওভারটির পুরো ঘটনাক্রম এবং তার আগে পরের ঘটনা অভিনয় করেছেন। সেই ভিডিওটি দারুণ জনপ্রিয়ও হয়েছে।
আরও পড়ুন - IPL 2021 - কে হবেন নয়া আরসিবি অধিনায়ক, বিরাট কোহলির চেয়ারের দৌড়ে কারা কারা আছেন
আরও পড়ুন - বিলাসবহুল গাড়ি - সমানে সমানে টক্কর আইপিএলের ৮ অধিনায়কের, খরচ করেন কোটি কোটি টাকা
সেইবারই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজিত হয়েছিল। আর তা জিতেছিল ভারত। যুবরাজ ৫ ইনিংসে ১৪৮ রান করেছিলেন। ইংল্যান্ড ম্য়াচের ওই সংহারের পর, সেমিফাইনালে, অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭০ রানের আরেকটি মূল্যবান ইনিংস খেলেছিলেন। যুবরাজের আগে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ব্যাটসম্যান হার্শেল গিবস আন্তর্জাতিক ক্রিকেটে ১ ওভারে ৬টি ছয় মেরেছিলেন। আর যুবির পর আন্তর্জাতিক ক্রিকেটে ফের ১ ওভারে ছয়টি ছক্কা েসেছে ১৪ বছর পর। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়েস্টইন্ডিজ অধিনায়ক কায়রন পোলার্ড ই বছরই সেই কৃতিত্বের অধিকারী হয়েছেন।