সংক্ষিপ্ত

  • ১৮ জুন শুরু টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল
  • বৃহস্পতিবার থেকে গ্রুপ অনুশীলন করে টিম ইন্ডিয়া
  • নিজেদের মধ্যে ম্যাচ খেলল বিরাট কোহলির দল
  • অনুশীলনে নিজেদের সেরাটা দিচ্ছে ভারতীয় ক্রিকেটাররা
     

১৮ জুন থেকে শুরু হতে চলেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। তার আগে একদিকে যেমন ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলে নিজেদের ঝালিয়ে নিয়েছে কেন উইলিয়ামসনের দল। অপরদিকে, অনুশীলনে নিজেদের সেরাটা দিয়ে বিরাট কোহলির দলও বুঝিয়ে দিচ্ছে মহারণের জন্য তারা পুরোপুরি তৈরি। অনুশীলনে কোনও খামতি রাখছে ভারতীয় ক্রিকেট দল। সেই অনুশীলনের টুকরো চিত্র বা ভিডিও তা ট্যুইটারের মাধ্যেমে তুলে ধরছে বিসিসিআই।

 

 

শুক্রবার প্রথমে নেট প্র্যাকটিসের পর নিজেরাই দুটি দলে ভাগ হয়ে ম্যাচ খেলেছিল ভারতীয় ক্রিকেট দল। সেই ছবি শেয়ার করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। শনিবার ভাপতীয় দলের নিজেদের মধ্যে ম্যাচের ভিডিও শেয়ার করল বিসিসিআই। যেই ভিডিওতে দেখা গেল চুটিয়ে ব্যাটিং অনুশীলন করছেন রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, চেতেশ্বর পুজারারা। বিশেষ করে অনুশীলন ম্যাচে একের পর এক বিগ হিট করে সকলের নজর কাড়লেন ভারতীয় দলের উইকেট রক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্থ।

 

 

তবে শুধু ব্যাটসম্যানরাই নয়, নিজেদের মধ্যে ম্যাচে বোলিংয়ে আগুন ঝড়ালেন মহম্মদ শামি, ইশান্তি শর্মা, জসসপ্রীত বুমরা, উমেশ যাদব, মহম্মদ সিরাজ সহ অন্যান্যরা। স্পিনের ভেলকি দেখালেন রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা। অনুশীলন ম্যাচে ভারতীয় ক্রিকেটারদের ভুল ত্রুটি শুধরে দিলেন বিরাটদের হেডস্যার রবি শাস্তি, বোলিং কোচ ভরত অরুণ।  সব মিলিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ৫ দিন আগে আত্মবিশ্বাসে ভরপুর বিরাট কোহলির টিম ইন্ডিয়া।

YouTube video player