পিঙ্ক বল টেস্টে নতুন রেকর্ড গড়লেন বিরাট আরও একটা টেস্ট শতরান ভারত অধিনায়কের শুক্রবার অধিনায়ক হিসেবে পাঁচ হাজার টেস্ট রান করেছিলেন বিরাট প্রথম ভারতীয় হিসেবে পিঙ্ক বলে শতরান কোহলির

বিরাট কোহলি মাঠে নামলেই যেন এখন একটা রেকর্ড তৈরি হচ্ছে। শুক্রবার পিঙ্ক বল টেস্টের প্রথম দিন অধিনায়ক হিসেবে টেস্ট ক্রিকেট পাঁচ হাজার রান করেছিলেন বিরাট। আর শনিবার আরও একটা নতুন নজির করলেন ভারত অধিনায়ক। পিঙ্ক বল টেস্টের দ্বিতীয় দিন ঝকঝকে একটা শতরান বেড়িয়ে এল বিরাটের ব্যাট থেকে। আর এই শতরান বিরাটকে নতুন একটা মাইলস্টোনে পৌছে দিল। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে পিঙ্ক বলে শতরান করলেন বিরাট। একই সঙ্গে অধিনায়ক হিসেবে টেস্টে ২০টি শতরান করলেন কোহলি। পেছনে ফেলে দিলেন রিকি পন্টিংকে। টেস্ট কেরিয়ারে ২৭ তম শতরান বিরাট কোহলির।

Scroll to load tweet…

আরও পড়ুন - পিঙ্ক টেস্টের দ্বিতীয় দিনে ইডেন বেল বাজালেন আনন্দ ও কার্লসেন

অধিনায়ক হিসেবে টেস্ট শতরানের বিচারে এখন দ্বিতীয় স্থানে উঠে এলেন বিরাট। ১৯টি শতরান ছিল পন্টিংয়ের। প্রাক্তন অজি অধিনায়ক ছিলে দ্বিতীয় স্থানে। তাঁকে তিন নম্বরে নামিয়ে বিরাট এখন উঠে এলেন দ্বিতীয় স্থানে। প্রথম স্থানে আছেন প্রাক্তন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক গ্রেম স্মিথ। অধিনায়ক হিসেবে টেস্টে ২৫টি শতরান আছে স্মিথের। তবে বিরাট যে গতিতে এগিয়ে চলেছেন তাতে প্রাক্তন প্রোটিয়া অধিনায়কের শীর্ষ স্থানে থাকাটা আর সুরক্ষিত নয়। 

Scroll to load tweet…

আরও পড়ুন - টেস্ট দল থেকে বাদ পন্থ ও শুভমান, বদলে এলেন কেএস ভারত, কিন্তু কেন

ক্রিকেট কেরিয়ারে মোট ৭০টি আন্তর্জাতিক শতরান হল বিরাটের। ২৭টি টেস্ট সেঞ্চুরির পাশাপাশি একদিনের ক্রিকেটে ৪৩টি শতরান করেছেন কিং কোহলি। ভারতীয় অধিনায়কদের পরিসংখ্যানের দিকে তাকালও এক নম্বরে আছেন বিরাট। অধিনায়ক হিসেবেও আন্তর্জাতিক ক্রিকেটে ৪২টি শতরান হল কিং কোহলির।