সংক্ষিপ্ত

আন্তর্জাতিক টি২০ (international T20 cricket) ক্রিকেটের অধিনায়কত্ব ছাড়ার কথা জানিয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। ঘোষণা করেছেন আরসিবির (RCB) অধিনায়কত্ব ছাড়ার কথা জানিয়েছেন বিরাট। এবার আরও বড় চমক  দিতে পারেন বিরাট কোহলি। 
 

এক সপ্তাহের কম ব্যবধানে জোড়া অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা করে সকলকে চমক দিয়েছিলেন বিরাট কোহলি। প্রথমে আসন্ন টি২০ বিশ্বকাপের পর ভারতীয় টি২০ দলের অধিনায়কত্বের ছাড়ার কথা জানিয়েছিলেন বিরাট। সেই ধাক্কা কোহলি ফ্য়ানেরা সামলাতে না সামলাতেই কিছু দিনের মধ্যেই আরও এক ঘোষণা করে বসেন ভিকে। তবে এবার জাতীয় ক্রিকেটে নয়, আইপিএলে। ২০২১- আইপিএলের পর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোরের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা করেন বিরাট। 

তবে এবার হয়তো সব থেকে বড় ঘোষণাটা করতে পারেন বিরাট কোহলি। যা ছাপিয়ে যেতে পারে বিগত দুই ঘোষণার চমককেও। ভারতীয় ক্রিকেট বোর্ডের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে এবার নাকি অবসরের চিন্তা ভাবনাও ঘুরছে বিরাট কোহলির মাথায়। খুব শীঘ্রই বড় ঘোষণাটা যদি সামনে আসে তাহলেও অবাক হওয়ার কিছু থাকবে না। তবে টেস্ট বা ওয়ান ডে নয়, টি ২০ ফর্ম্য়াটে জাতীয় দলের অধিনায়কত্ব ছাড়ার পর এবার টি২০ ক্রিকেট থেকেই নিজেকে পুরোপুরি সরিয়ে নিতে পারেন ভারত অধিনায়ক। টি ২০ বিশ্বকাপে পরই কী এই সিদ্ধান্ত নিতে পারেন বিরাট , এখন সেটাই দেখার।

ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, প্রথমত তিনটি ফর্ম্যাটে অধিনায়কত্বের চাপ কিছুটা কমাতে অধিনায়কত্ব ছাড়ার কথা জানিয়েছিলেন বিরাট। তবে দীর্ঘ সময় ধরে আন্তকর্জাতিক ক্রিকেট ব্যাট হাতেও নিজের সেরা ফর্মে নেই। প্রায় ২ বছর ধরে আন্তরাজাতিক ক্রিকেটে সেঞ্চুরি নেই কোহলির ব্য়াটে। টেস্টে ক্রিকেট রানে ফেরার জন্য মুখিয়ে রয়েছেন বিরাট। নিজের ব্য়াটিংয়ে মনোনিবেশ করার জন্য ও নিজের উপর চাপ কমাতেই নাকি এমন সিদ্ধান্ত নিতে পারেন ভিকে। একইসঙ্গে টানা ক্রিকেটের ধকল থেকে নিজেকে মুক্ত রাখতে ও কেরিয়ার দীর্ঘায়িত করার জন্যই এমন সিদ্ধান্ত নিতে পারেন কোহলি।

প্রসঙ্গত, আন্তর্দাতিক টি২০ ক্রিকেটেও বিরাট কোহলি বিশ্বের অন্যতম সেরা ব্য়াটসম্যান। টি২০ ক্রিকেটে ব্যাটিং গড় ৫০-এরও বেশি বর্তমান ভারত অধিনায়কের। এখনও পর্যন্ত টি২০ ক্রিকেটে মোট ৮৯টি ম্য়াচ খেলছেন বিরাট কোহলি। মোট রান ৩১৯৪। ৫২.৬৫ ব্য়াটিং গড়ের পাশাপাশি রয়েছে ২৮টি অর্ধশতরান। সর্বোচ্চ স্কোর বিরাট কোহলির ৯৪। অনেকেই হয়তো জানেন না বিরাট কোহলির ট২০ ক্রিকেটে ৪টি উইকেটও রয়েছে। কিন্তু কোহলি মত তারকা ব্যাটসম্যান যদি সত্যিই আন্তর্জাতিক টি২০ ক্রিকেটকে বিদায় জানান তাহলে ক্রিকেটের ছোট ফর্নম্যাটের রোমাঞ্চ অনেকটাই কমবে। 

YouTube video player