Alyssa Healy: ৩৫ বছর বয়সী অ্যালিসা হিলি অস্ট্রেলিয়ার হয়ে ১০টি টেস্ট, ১২৩টি একদিনের ম্যাচ এবং ১৬২টি টি-২০ ম্যাচে খেলেছেন। বিভিন্ন ফরম্যাট মিলিয়ে, ৩০০টিরও বেশি ম্যাচ খেলেছেন অ্যালিসা হিলি।

Alyssa Healy: অবসর ঘোষণা করলেন অস্ট্রেলিয়ান মহিলা ক্রিকেট দলের অধিনায়ক এবং উইকেটকিপার-ব্যাটার অ্যালিসা হিলি (alyssa healy retirement news)। আগামী মাসে, ভারতের বিরুদ্ধে সিরিজের পর অবসর নেবেন বলে জানিয়ে দিয়েছেন এই কিংবদন্তি। আটটি বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়া দলের সদস্য অ্যালিসা হিলি গত ২০১০ সালে, অস্ট্রেলিয়ার জার্সিতে প্রথম মাঠে নামেন। অস্ট্রেলিয়ার হয়ে ৬টি টি-২০ ক্রিকেট বিশ্বকাপ এবং দুটি একদিনের বিশ্বকাপ জয়ের ক্ষেত্রে হিলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন (alyssa healy retirement announcement)।

বিভিন্ন ফরম্যাট মিলিয়ে, ৩০০টিরও বেশি ম্যাচ খেলেছেন অ্যালিসা হিলি

৩৫ বছর বয়সী অ্যালিসা হিলি অস্ট্রেলিয়ার হয়ে ১০টি টেস্ট, ১২৩টি একদিনের ম্যাচ এবং ১৬২টি টি-২০ ম্যাচে খেলেছেন। বিভিন্ন ফরম্যাট মিলিয়ে, ৩০০টিরও বেশি ম্যাচ খেলেছেন অ্যালিসা হিলি। গত ২০২২ সালের একদিনের বিশ্বকাপের ফাইনালে, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৭০ রান করে বিশ্বকাপের ফাইনালে একজন ক্রিকেটার হিসেবে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরের রেকর্ড স্পর্শ করেন হিলি। 

টি-২০ ক্রিকেটে সবচেয়ে বেশি ডিসমিসালে জড়িত থাকা মহিলা উইকেটকিপারের রেকর্ড (১২৬) এবং মহিলা টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরের (১৪৮*) রেকর্ডও হিলির নামের পাশে রয়েছে।

চলতি বছর, টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সম্ভাবনা না থাকায় তিনি আগেই অবসরের ঘোষণা কর দিয়েছেন বলে জানিয়েছেন হিলি। তিনি আরও বলেন যে, ৩ মাস আগেই তিনি অবসরের জন্য প্রস্তুত ছিলেন। গত বছর, ভারতে অনুষ্ঠিত একদিনের বিশ্বকাপ সেমিফাইনালে ভারতের কাছে হারের পর হিলি অবসর নেবেন বলে খবর রটে গেছিল।

শেষবারের মতো অস্ট্রেলিয়ার হয়ে খেলবেন

গত ২০২৩ সালে, মেগ ল্যানিংয়ের উত্তরসূরী হিসেবে অ্যালিসা হিলি অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দলের অধিনায়ক নির্বাচিত হন। ফেব্রুয়ারি মাসে, ভারতের বিরুদ্ধে তিনটি টি-টোয়েন্টি, দুটি ওয়ানডে এবং একটি টেস্ট সিরিজে হিলি শেষবারের মতো অস্ট্রেলিয়ার হয়ে খেলবেন। উল্লেখ্য, অস্ট্রেলিয়ান পুরুষ দলের তারকা বোলার মিচেল স্টার্ক হলেন হিলির স্বামী।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।