সংক্ষিপ্ত
এক দশক ধরে সচিন তেন্ডুলকরের সঙ্গে বিরাট কোহলির তুলনা করে আসছেন অনেকে। তবে স্বয়ং বিরাট নিজেকে সচিনের ধারেকাছেও রাখছেন না। তিনি নিজের পছন্দের সর্বকালের সেরা ২ ক্রিকেটারকে বেছে নিলেন।
অফফর্মের জন্য বেশ কিছুদিন ধরে তীব্র সমালোচিত হতে হয়েছে। কিন্তু এবারের টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই অসাধারণ ফর্মে বিরাট কোহলি। তিনিই ভারতীয় দলের সাফল্যের মূল কারিগর। পরপর দুই ম্যাচে অপরাজিত অর্ধশতরান করে দলকে জিতিয়েছেন বিরাট। এতদিন যাঁরা তাঁর সমালোচনায় মুখর ছিলেন, তাঁরাই এখন আবার প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন। অনেকেই একধাপ এগিয়ে সর্বকালের সেরা ক্রিকেটারদের মধ্যে বিরাটকে রাখছেন। তবে স্বয়ং বিরাট নিজেকে এই পর্যায়ের ক্রিকেটার বলে মনে করছেন না। তিনি সর্বকালের সেরা হিসেবে তাঁর পছন্দের ২ ক্রিকেটারকে বেছে নিয়েছেন। তাঁরা হলেন সচিন তেন্ডুলকর ও ভিভ রিচার্ডস। একটি অনুষ্ঠানে বিরাট বলেছেন, “আমি নিজেকে সর্বকালের সেরা ক্রিকেটার বলে মনে করি না। আমার মতে মাত্র ২ জন ক্রিকেটার এই তকমা পাওয়ার যোগ্য। তাঁরা হলেন সচিন তেন্ডুলকর ও ভিভ রিচার্ডস।” বিরাটের এই মন্তব্যের পর ক্রিকেটদুনিয়ায় নতুন আলোচনা শুরু হয়েছে।
২০০৮ থেকে জাতীয় দলের হয়ে খেলছেন বিরাট। তিনি সচিনের সঙ্গে ভারতীয় দলের হয়ে ৫ বছর খেলেছেন। তাঁরা ২০১১ সালে ওডিআই বিশ্বকাপজয়ী দলে ছিলেন। সচিনের সঙ্গে বিরাটের সম্পর্ক খুবই ভাল। বারবার ভিভের কথাও উল্লেখ করেছেন বিরাট। ওয়েস্ট ইন্ডিজের এই প্রাক্তন তারকার সঙ্গেও বিরাটের সঙ্গে খুবই ভাল। এই দুই কিংবদন্তিকেই শ্রদ্ধা করেন বিরাট। সে কথা ফের বুঝিয়ে দিলেন তিনি।
এদিকে, বৃহস্পতিবার টি-২০ বিশ্বকাপে সুপার ১২ গ্রুপ ২-এর ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে অপরাজিত অর্ধশতরানের সুবাদে এই প্রতিযোগিতার ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী হয়ে গেলেন বিরাট। এখনও পর্যন্ত টি-২০ বিশ্বকাপে ২৩টি ম্যাচ খেলে ২১টি ইনিংসে বিরাট করেছেন ৯৮৯ রান। টি-২০ বিশ্বকাপে তাঁর ব্যাটিংয়ের গড় ৮৯.৯০। তিনি টি-২০ বিশ্বকাপে ১২টি অর্ধশতরান করেছেন। এই প্রতিযোগিতায় তাঁর সর্বোচ্চ স্কোর অপরাজিত ৮৯। দু'বার টি-২০ বিশ্বকাপের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বিরাট। ২০১৪ সালের টি-২০ বিশ্বকাপে তিনি করেন ৩১৯ রান। সেবার তিনিই সেরা ক্রিকেটার নির্বাচিত হন। এরপর ২০১৬ সালের টি-২০ বিশ্বকাপে বিরাট করেন ২৭৩ রান। সেবারও তিনি সেরা ক্রিকেটার নির্বাচিত হন। অন্য কোনও ক্রিকেটারের এই কৃতিত্ব নেই।
এতদিন টি-২০ বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ রান ছিল ওয়েস্ট ইন্ডিজের তারকা বাঁ হাতি ক্রিস গেইলের। তিনি ৩৩ ম্যাচ খেলে ৩১ ইনিংসে ৩৪.৪৬ গড়ে ৯৬৫ রান করেন। গেইলকে টপকে যাওয়ার পর এখন বিরাটের সামনে শুধু শ্রীলঙ্কার প্রাক্তন তারকা মাহেলা জয়বর্ধনে। টি-২০ বিশ্বকাপে তাঁর মোট রান ১,০১৬। রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচেই জয়বর্ধেনেকে টপকে যেতে পারেন বিরাট।
আরও পড়ুন-
পাকিস্তানের পর ধরাশায়ী নেদারল্যান্ডস, টি-২০ বিশ্বকাপে ফের জয় ভারতের
টি-২০ থেকে অবসর নিন বিরাট, পরামর্শ শোয়েব আখতারের