- ভারতের হয়ে সর্বোচ্চ ৭টি দ্বিশতরানের মালিক হলেন বিরাট
- নিজের জন্য নয়, দলের হয়ে ব্যাট করি, দাবি কোহলির
- অধিনায়কের দায়িত্ব আছে বলেই ব্যাট হাতে আমি সফল, বলছেন বিরাট
- মুম্বই ও অ্যান্টিগুয়ার ডবল সেঞ্চুরি আরও স্পেশাল বললেন ভারত অধিনায়ক
ভারতীয় দলের ইতিহাস অনুযায়ী এই মুহূর্তে দাঁড়িয়ে ক্যাপ্টেন বিরাট কোহলি কিন্তু সুপারহিট। আর অধিনায়ক বিরাটের পাশাশাশি দলের ব্যাটসম্যান হিসাবেও বিরাট একজন মেগাস্টার। ব্যাট হাতে কভার ড্রাইভ হোক বা লেগ গ্লান্স। সবটাই যেন রূপোলি পর্দার ছবির মতন। সেই কোহলি এখন ভারতীয় ইতিহাসে টেস্টে ক্রিকেটে সর্বোচ্চ ডবল সেঞ্চুরির মালিক। তবে এতটা নিখুদ কি করে। কোহলি কিন্তু বলছেন দলের অধিনায়ক হিসাবে যতটা দরকার ততটাই মাঠে নেমে করেছেন তিনি। কোহলির মতে, ভারতীয় দলের অধিনায়কত্বই বদলে দিয়েছে কোহলির ব্যাটিং।
জানতে পড়ুন, একটি শতরান ও একাধিক ‘বিরাট’ রেকর্ড
শুক্রবার পুণের বাইস গজে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে নিজের সপ্তম দ্বিশতরান করেন কোহলি। আর তাঁর অপরাজিত ২৫৪ রানের সুবাদে শচীন তেন্ডুলকর সহ বীরেন্দ্র শেহওয়াগকেও ছাপিয়ে গেলেন বিরাট। আর নিজের এই কীর্তির প্রতিক্রিয়ায় বিরাট বললেন, 'অবশ্যই আরও একটা দ্বিশতরান করে ভালো লাগছে। তবে দলের অধিনায়ক হিসাবে আমারও কিছু দায়িত্ব আছে। আর সেই দায়িত্বটাই আমাকে ব্যাট হাতে ভালো খেলতে সুবিধা করে দিচ্ছে। আমি কখনও নিজের ব্যাটিং নিয়ে চিন্তিত ছিলাম না। তবে সব সময় এটাই ভাবি দলের রানটা বারিয়ে নিয়ে যেতে হবে। আর সেটাই আমাকে রান করতে সাহায্য করে।'
Happy to get a daddy hundred: @imVkohli tells @RajalArora
— BCCI (@BCCI) October 11, 2019
The Indian captain spoke about his epic double century & picked his top two Test double hundreds in his career so far.
Watch the interview here 📹https://t.co/Smux9U0kpg #INDvSA pic.twitter.com/eP9uJkUBeJ
তবে ইতিমধ্যে ৭টি শতরান করলেও পুণের শতরানের থেকে অ্যান্টিগুয়া ও মুম্বইয়ের শতরানকে এগিয়ে রাখছেন বিরাট। কোহলি আরও বলেন, 'ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিশতরানটা সব থেকে ফেভারিট আমার কাছে। আর এই ডবল সেঞ্চুরির থেকে ভালো ছিল অ্যান্টিগুয়া ও মুম্বইয়ের শতরান। ভালো লাগছে দল একটা ভালো জায়গায় আছে। আশা করি ম্যাচটা জিততে পারবো আমরা।'
তবে পুণের মাঠে এই ডবল সেঞ্চুরি করে আরও একটি মাইল স্টোন টপকে গেলেন ভারতীয় দলের অধিনায়ক। নিজের টেস্ট কেরিয়ারের অন্যতম শতরানটাও সেরে ফেললেন কিং কোহলি। আর সেই জায়গায় প্রক্তনিদের সুখ্যাতিও পেলেন বিরাট। আগামী দিনে আরও রেকর্ডের আশায় থাকবেন বিরাট ভক্তরা। ভারতীয় ক্রিকেটের ভগবান শচীনের একশোটি একশো টপকানোর অপেক্ষায় এবার বিরাট ভক্তরা।
Read Exclusive COVID-19 Coronavirus News updates, from West Bengal, India and World at Asianet News Bangla.
খেলুন দ্য ভার্চুয়াল বোট রোসিং গেম এবং চ্যালেঞ্জ করুন নিজেকে। கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Oct 12, 2019, 11:28 AM IST