সংক্ষিপ্ত

বাংলার তিন প্রধান ক্লাবখে মোহনবাগান (Mohun Bagan), ইস্টবেঙ্গল (East Bengal) এবং মহমেডানকে (Mahamedan)বঙ্গবিভূষণ সম্মান ( Banga Bibhushan) দিচ্ছে রাজ্য সরকার। শুধু তাই নয় বঙ্গভূষণ (Bangabhushan) দেওয়া হচ্ছে ঋদ্ধিমান (Wriddhiman Saha) সাহাকেও। 

বাংলার হয়ে দীর্ঘ বছর ক্রিকেট খেলেছেন ঋদ্ধিমান সাহা। তবে সাম্প্রতিক সময়ে সিএবির সঙ্গে দূরত্ব বাড়ে তারকা উইকেট রক্ষক ব্য়াটসম্যানের। তারপর বাংলা ছাড়া সিদ্ধান্ত নেন ঋদ্ধি। কিছুদিন আগেই সিএবির থেকে এনওসি নিয়ে ত্রিপুরার হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বাংলার ক্রিকেট সংস্থা তাকে যোগ্য সম্মান দেয়নি বলে ঋদ্ধিমান সাহার অভিযোগ থাকলেও, এবার বাংলার সরকার কিন্তু তাকে সম্মানিত করার সিদ্ধন্ত নিয়েছে। ১৫ বছর ধরে বাংলার জার্সি গিয়ে ক্রিকেট খেলেছেন, অনেক সাফল্যের, লড়াইয়ের সৈনিক তিনি,  বাংলার গর্বিত সন্তান হওয়ার কারণে ঋদ্ধিমান সাহাকে বঙ্গ বিভূষণ সম্মান দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে। ইতমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে তার কাছে চিঠি পাঠানো হয়েছে।

বাংলারের সরকারের এমন সিদ্ধান্তকে ঋদ্ধিমান সাহা স্বাগত জানিয়েছেন বলেই খবর। এমন সম্মান পেয়ে নিজেকে গর্বিত বলেও জানিয়েছেন তিনি। সরকারের তরফ ছেতে আমন্ত্র পেয়ে ঋদ্ধি জানিয়েছেন, ‘আমি গর্বিত। দীর্ঘ দিন বাংলার হয়ে খেলেছি। আমাকে যোগ্য মনে করেছে বলেই এই সম্মান দেওয়া হয়েছে। নবান্ন থেকে আগেই ফোন করেছিল। শুক্রবার চিঠি পেলাম।’আগামি ২৫ জুলাই নজরুল মঞ্চে তাঁর হাতে এই সম্মান তুলে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং ঋদ্ধির হাতে এই সম্মান তুলে দেবে বলেই খবর। ৩৮ বছরের ঋদ্ধি ভারতের হয়ে ৪০টি টেস্ট ছাড়াও ন’টি একদিনের ম্যাচ খেলেছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে তিনি ১২২টি ম্যাচ খেলেছেন। ভারতের হয়ে তিনটি শতরান রয়েছে ঋদ্ধিমান সাহার। ঋদ্ধির মত ক্রিকেটারকে সম্মানিত করতে পারাটা গৌরবের বলে জানানো হয়েছে সরাকারের তরফে।

আরও পড়ুনঃভারতীয় ফুটবলে অবদান, মোহনবাগান-ইস্টবেঙ্গল-মহামেডানকে বঙ্গবিভূষণ সম্মান, সিদ্ধান্ত রাজ্য সরকারের

আরও পড়ুনঃনামিবিয়ায় টি২০ প্রতিযোগিতায় অংশ নেবে বাংলা, ১৬ জনের দল ঘোষণা করল সিএবি

প্রসঙ্গত, শুধু ঋদ্ধিমান সাহা নয়, বাংলার তিন প্রধান ক্লাব মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মহামেডানকেও একই দিনে বঙ্গ বিভূষণ সম্মান দেওয়া হবে বলে খবর। রাজ্য সরকারের তরফ থেকে শুক্রবার মোহনবাগান ক্লাবে চিঠি পাঠানো হয়। ক্লাব সভাপতির উদ্দেশ্যে লেখা এই চিঠিতে সরকারের তরফ থেকে লেখা হয়েছে,‘মোহনবাগান ক্লাব বাঙালির কাছে এক আবেগের নাম। শুধু ফুটবল নয়, ক্রীড়াক্ষেত্রের বিভিন্ন ধারায় মোহনবাগানের অবদান অনস্বীকার্য। মোহনবাগান ক্লাব শুধু বাঙালির কাছে নয়, সমগ্র ভারতবাসীর কাছে গৌরবের স্থানে দখল করেছে। ক্রীড়াক্ষেত্রে সার্বিক অবদানের স্বীকৃতিস্বরূপ আগামী ২৫ জুলাই, সোমবার, নজরুল মঞ্চে পশ্চিমবঙ্গ সরকার মোহনবাগান ক্লাবকে বঙ্গবিভূষণ সম্মাননা প্রদান করতে আগ্রহী। এ বিষয়ে আপনার সানুগ্রহ সম্মতি প্রত্যাশা করি।’মোহনবাগানের পাশাপাশি ইস্টবেঙ্গল ও মোহনবাগানেও একই চিঠি পাঠানো হয়। রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে  স্বাগত জানিয়েছে ক্রীড়া প্রেমিরা।