সংক্ষিপ্ত

  • অবসর জীবন উপভোগ করছি, বলছেন যুবরাজ
  • সারা বছর ক্রিকেট খেলার ইচ্ছা নেই যুবরাজের
  • অবসরের মাঝেও বছরে কিছু বার ক্রিকেট খেলার ইচ্ছা প্রকাশ যুবির
  • টি১০ ও ১০০ বলের ক্রিকেটে মজে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার
     

চলতি বছরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং। এখন তিনি প্রাক্তনী। তবে ভারতীয় ক্রিকেটকে অনেক কিছু দিয়েছেন ভারতের এই ক্রিকেটার। এমনকি বিশ্বকাপ জয়ের মূল কাণ্ডারি ছিলেন এই বাঁহাতি ব্যাটসম্যান। তবে ক্রিকেটকে বিদায় জানানোর সময় মাঠ থেকে অবসর নিতে পারেননি যুবি। সেই নিয়ে আগেও ক্ষোভ উগ্রে দিয়েছেন তিনি। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে নিজের অবসর জীবন ভালোই কাটাছেন তিনি এমনটাই জানালেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। একই সঙ্গে বছরের কিছু সময় ফ্রাঞ্চাইজি লিগ গুলো খেলছেন তিনি। আর এভাবেই নিজের অবসর সময় কাটাতে চাইছেন ২০১১ বিশ্বকাপের সিরিজ সেরা ক্রিকেটার।

শান্ত ছেলের ব্যাটে দাপট, স্বপ্নের ফর্মে মগ্ন মায়াঙ্ক

যুবি বলেন, 'আমি এই মুহূর্তে আমার জীবনকে দারুণ ভাবে উপভোগ করছি। ক্যানাডাতে খেলেছি একটি লিগে। আর অবসর প্রাপ্ত জীবনে কিছু সময় ক্রিকেট খেলতে চাই। সারা বছর নয়। কিছু সময় ক্রিকেট খেলে নিজেকে ফিট রাখতে চাই। একই সঙ্গে ব্যাপারটা উপভোগ করতে চাই। যখন আমার মনে হয় আমি ক্রিকেটকে মিস করছি তখন সেই বিকল্পে আমি ক্রিকেট খেলি। আর এটাই আমার কাছে স্বস্তির। আর এখন সারা বছর ক্রিকেট খেলার মতন বয়স আমার নেই।'

আরও পড়ুন, ইচ্ছে না থাকলেও খেলতে হয়েছে ‘তাদের’ সঙ্গে, শোয়েবের পর এবার হাফিজের বিস্ফোরণ

পাশাপাশি এই মুহূর্তে টি১০ ক্রিকেট খেলছেন যুবি। একই সঙ্গে ১০০ বলের ক্রিকেটেও নামবেন তিনি এমনটাই ইঙ্গিত দিয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। আর ১০০ বলের এই ক্রিকেট দারুণ হতে চলেছে বলে জানিয়েছেন তিনি। যুবরাজ এই বিষয় নিয়ে বলেন, '১০০ বলের ক্রিকেটটা দারুণ ফরম্যাট। একটা ভালো প্রত্যাবর্তন ঘটাতেই পারে। ঠিক যেমনটা টি২০ ক্রিকেট নিয়ে হয়েছিল। তেমনটা এবার হতেই পারে একশো বলের খেলায়। একই সঙ্গে এই টি১০ ক্রিকেট ও একশো বলের ক্রিকেটকে অলিম্পিকেও ভাবতে পারেন আয়োজকরা।'