সংক্ষিপ্ত

  • এশিয়ানেট নিউজ বাংলা প্রথম এই শারদ সম্মান দিতে চলেছে
  • কলকাতা ও জেলার ক্লাবের পুজোগুলির পাশাপাশি বারোয়ারি থেকে ফ্ল্যাটবাড়ির পুজো-কেও করা হবে সম্মানিত
  •  বিশেষভাবে সম্মান জানানো হবে কলকাতা ও জেলায় ছড়িয়ে থাকা ঐতিহ্যবাহী বনেদিবাড়ির পুজোগুলিকেও
  • জেলার যে সমস্ত পুজো 'এশিয়ানেট নিউজ শারদ সম্মান ২০১৯'-এ অংশগ্রহণ করেছেন, প্রকাশিত হল তাদের নাম    

আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। এর মধ্যেই নিজেদের নতুন নতুন চিন্তাভাবনা নিয়ে প্যান্ডেলের কাজ শুরু করেছে দুর্গা পুজো কমিটি এবং ক্লাবগুলি। জেলার পুজো মানেই শহুরে থিমের দৌড়ের সঙ্গে এগিয়ে থাকার লড়াই। আবার তার মাঝে রয়েছে সাবেকিয়ানার নস্ট্যালজিয়াও। আর এই লড়াইয়েই কারা হলেন সেরার সেরা তাই জানাবে 'এশিয়ানেট নিউজ শারদ সম্মান ২০১৯'। 

এই শারদ সম্মানে কলকাতা ও জেলার ক্লাবের পুজোগুলির পাশাপাশি বারোয়ারি থেকে ফ্ল্যাটবাড়ির পুজো-কেও সম্মানিত করা হবে। এছাড়াও বিশেষভাবে সম্মান জানানো হবে কলকাতা ও জেলায় ছড়িয়ে থাকা ঐতিহ্যবাহী বনেদিবাড়ির পুজোগুলিকেও। 

এবছরেই 'এশিয়ানেট নিউজ বাংলা' প্রথম এই শারদ সম্মান দিতে চলেছে। ইতিমধ্যেই অনেকেই ফর্ম ফিল আপ করে নাম লিখিয়েছে এই প্রতিযোগিতায়। ফর্ম জমা দেওয়ার শেষ দিন অতিক্রম করার পরেও বহু ক্লাব থেকে অংশগ্রহণের অনুরোধ আসায় বাড়ানো হয়েছিল ফর্ম জমা দেওয়ার সময়সীমা। জেলার যে সমস্ত পুজো 'এশিয়ানেট নিউজ শারদ সম্মান ২০১৯'-এ অংশগ্রহণ করেছেন, শনিবার প্রকাশিত হল তাদের নাম।

জেলার পুজোর তালিকা

বামনপাড়া যুবক সংঘ জলপাইগুড়ি
বিশ্বনাথ স্মৃতি সংঘ
দিলীপ স্মৃতি সংঘ
বালুরঘাট ত্রিধারা
কদমতলা সর্বজনীন জলপাইগুড়ি
পাটকাটা কলোনী
সেন্ট্রাল কলোনী দুর্গাপুজা
মহিষাদল স্পোর্টিং ক্লাব
বড়শূল উন্নয়নী স্পোর্টিং ক্লাব
বড়শূল জাগরণী ক্লাব
অন্নদাপল্লী সর্বজনীন
শক্তিগর সর্বজনীন
ইছলাবাদ সর্বজনীন
ইছলাবাদ ইয়ুথ ক্লাব দুর্গাপুজো
ইছলাবাদ কিরণ সংঘ সর্বজনীন

বর্ধমান ময়ূর মহল ক্লাব
পাল্লারোড পল্লীমঙ্গল
২ নং শঙ্করিপুকুর
আলমগঞ্জ বারোয়ারী
বড়নীলপুর ফ্রেন্ডস ক্লাব
বেল পুকুর কিশোর সংঘ
বি জোন আদিবেদি পশ্চিম বর্ধমান
সোনারপুর রিক্রিয়েশন ক্লাব

নরেন্দ্রপুর গ্রিন পার্ক

ইলাচি রামচন্দ্রপুর মিলন সংঘ
পাওয়ার হাউজ সর্বজনীন দুর্গাপুজো
ডুমুরতলা পুজো কমিটি পশ্চিম
সোনারপুর সর্বজনীন দুর্গোৎসব
সালকিয়া মৈত্রী সংঘ
ফুলতলা দুর্গোৎসব
জাগাছা ইউথ
ফুইল্লা মৈত্রী সংঘ
ইলাচি রামচন্দ্রপুর মিলন সংঘ
হাজরামোর মৈত্রীভূমি
বক্রেশ্বর থার্মাল পাওয়ার শারদ উৎসব
বাসুদেবপুর ক্ষুদিরাম স্মৃতি সংঘ
আগামীদিন ক্লাব বাঁকুড়া
পূর্ব সর্বজনীন
সাহাপাড়া সর্বজনীন দুর্গোৎসব
দিশারী ক্লাব
মাণিকপুর পুষ্পদল সর্বজনীন
বালিটিকুরী সবুজ সংঘ
রামচন্দ্রপুর তরুণ সংঘ
মেরি পার্ক সর্বজনীন দুর্গাপুজো
ধারারমাঠ ভাতৃসংঘ
শিতলা মৈত্রী সংঘ
দক্ষিণ বালুরচর সর্বজনীন দুর্গোৎসব
মিলন সংঘ ডানকুনি
ধর্মতলা পল্লীবাসীবৃন্দ
সবুজ সংঘ দুর্গাপুজো কমিটি
শিলিগুড়ি সুকান্ত স্পোর্টিং ইউনিয়ন
শেঠ পুকুর সর্বজনীন