দরজায় কড়া নাড়ছে পুজো পুজোর সময় করে নিন এই দেব-দেবী-র পুজো হাতে-নাতে পাবেন সুফল দেখে নিন এক নজরে

আকাশ বাতাস জুড়ে পুজোর গন্ধ। চারিদিকে সাজো সাজো রব। 'মা' আসছেন, সেই খুশিতে মাতোয়ারা সবাই। দুর্গা পুজোর সময় চলে নবরাত্রি। ভক্তরা এই সময় দেব-দেবী-কে তাঁর নিজস্ব উপায়ে উপাসনা করে থাকেন। দেবীকে মণ- প্রাণ ভরে ডাকার উদ্দেশ্য হল আর্শীবাদ গ্রহণ করার। তবে আপনি যদি আপনার রাশি অনুযায়ী দেব-দেবীর পুজো করেন, তাহলে আর্শীবাদধন্য তো হবেনই সঙ্গে আপনি যে কোনও ধরণের দুর্দশা ও কঠিন সময় থেকে মুক্ত হতে পারবেন। এক নজরে দেখে নিন কোন কোন দেব-দেবী-র কীরকম রূপের উপাসনা করলে আপনি সর্বোচ্চ উপকার ও আর্শীবাদ লাভ করবেন। 

মেষ রাশির উপাস্য দেব-দেবী- 
মেষ রাশির জাতক-জাতিকাদের 'স্কন্দ মাতা'-র উপাসনা করা উচিত। এর সঙ্গে অবশ্যই নবরাত্রির নয়টি দিনে 'দুর্গা চালিশা' ও 'দুর্গা সপ্তসতী' পাঠ করা উচিত। 

বৃষ রাশির উপাস্য দেব-দেবী-
বৃষ রাশির জাতক-জাতিকাদের 'মহাগৌরি'-র উপাসনা করা উচিত। এছাড়া পুজোর সময় 'ললিতা সহস্র' পাঠ করলে আপনি সুফল পাবেন, যেমন বিয়ের পথে বাধা আসলে আপনি তা সহজেই কাটিয়ে
উঠতে পারবেন। 

মিথুন রাশির উপাস্য দেব-দেবী-
এই রাশির জাতক-জাতিকাদের 'ব্রহ্মচারিণী'-র পুজো করা উচিত। এছাড়া বাড়িতে আনতে পারেন, দেবী যন্ত্র। পুজোর সময় রোজ পাঠ করুন 'তারা কভচ'। জ্ঞানের পথে আসা সমস্ত প্রতিবন্ধকতা দূর হবে। 

কর্কট রাশির উপাস্য দেব-দেবী-
কর্কট রাশির জাতক-জাতিকাদের 'শৈলপুত্রী'-র পুজো করা উচিত। এছাড়া রোজ 'লক্ষ্মী সহস্র' পাঠ করুন, তাতে আপনার মনের মধ্যে থাকা ভয় দূর হবে। 

সিংহ রাশির উপাস্য দেব-দেবী-
এই রাশির জাতক-জাতিকাদের 'কুশমন্দ' দেবীর পুজো করা উচিত। এছাড়া পুজোর সময় দুর্গা মন্ত্র পাঠ করুন। এটি আপনাকে অশুভ শক্তির ভয় থেকে দূরে রাখবে। 

কন্যা রাশির উপাস্য দেব-দেবী- 
এই রাশির জাতক-জাতিকাদেরও 'ব্রহ্মচারিণী'-র উপাসনা করা উচিত। এছাড়া রোজ 'লক্ষ্মী মন্ত্র' পাঠ করুন। যা পাঠ করলে আপনার সমস্ত বাধা বিপত্তি দূর হবে। 

তুলা রাশির উপাস্য দেব-দেবী- 
তুলা রাশির জাতক-জাতিকাদের 'মহাগৌরি'-র উপাসনা করা উচিত। এছাড়া 'কালী চালিশা' বা 'দুর্গা সপ্তসতী' পাঠ করলে, বিবাহের সমস্ত বাধা দূর হবে। 

বৃশ্চিক রাশির উপাস্য দেব-দেবী-
এই রাশির জাতক-জাতিকারা 'স্কন্দ মাতা'-র উপাসনা করুন। এছাড়াও নবরাত্রি চলাকালীন 'দুর্গা সপ্তসতী' পাঠ করুন।

ধনু রাশির উপাস্য দেব-দেবী- 
ধনু রাশির জাতক-জাতিকাদের 'মা চন্দ্রঘন্টা'-র পুজো করা উচিত। শাস্ত্রানুযায়ী যদি আপনি এই পুজো করেন তাহলে সুফল পাবেন। 

মকর রাশির উপাস্য দেব-দেবী- 
'কালরাত্রির' পুজো করলে মকর রাশির জাতক-জাতিকারা সুফল পাবেন। এছাড়া 'নবর্ণ মন্ত্র' পাঠ করুন। এটি পাঠ করলে আপনি শত্রু, ও আগুনের ভয় থেকে দূরে থাকবেন।

কুম্ভ রাশির উপাস্য দেব-দেবী- 
এই রাশির জাতক-জাতিকারা 'কালরাত্রির' পুজো করুন, তাহলে সুফল পাবেন। 'দেবী কবচ' পাঠ করুন। যা আপনার মনের ভয় দূর করবে। 

মীন রাশির উপাস্য দেব-দেবী-
মীন রাশির জাতক-জাতিকাদেরও 'মা চন্দ্রঘন্টা'-র পুজো করা উচিত। এছাড়া 'বগলামুখী মন্ত্র',পাঠ করুন। জপমালা ব্যবহার করতে পারেন। যা আপনার মনের ভয় দূর করবে।