সংক্ষিপ্ত

  • বাড়ির প্রধানের ঘরের  বাস্তুর  নিয়ম 
  •  প্রধানের ঘর হওয়া উচিত নক্ষত্র কোণে
  • এই ঘরে ভাবেই যেনও কোনও আয়না না থাকে
  • ভারী ওয়ারড্রব বা আলমারিটি তার ঘরেই রাখা উচিত
     


স্কুল, বাড়ি কিংবা অফিস  যেকোনো জায়গাতেই যিনি প্রধান তার উপরই  নির্ভর করে সেই জায়গার ভালো-মন্দ। ছোটবেলা থেকে সবাই বড়দের দেখেই শেখে সব কিছু। বড়দের দেখানো পথেই আমরা প্রথম পদক্ষেপ ফেলি।তাই বাস্তুমতে সেই প্রধানের ঘর অবশ্যই কিছু নিয়ম মেনে চলা উচিত। তাতেই সবার মঙ্গল হয়।আজকে আমরা জানবো , বাড়ির প্রধানের ঘরের  বাস্তুরীতির খুতিনাটি নিয়ম গুলি-  

আরও পড়ুন, এই পুজোতে আপনার বাচ্চার ঘর সাজিয়ে তুলুন অন্যরকমভাবে, রইল বাস্তু টিপস
  
১। বাড়ির প্রধানের ঘর হওয়া উচিত নক্ষত্র কোণে। এটি আপনার বাড়ির দক্ষিন-পশ্চিম দিক বরাবর হবে। 

২। পরিবারের আর বাকি সবাইয়ের ঘর , পূর্ব কিংবা উত্তর-পশ্চিম দিকে হলে সবচেয়ে ভালো হয়।উত্তর-পূর্ব দিকটা  বাস্তুমতে এড়িয়ে যাওয়াই ভালো। 

৩। ঘুমানোর সময় অবশ্যই বাড়ির প্রধান কে পূর্ব দিকে মাথা দিয়ে ঘুমানো উচিত। এতেই পরিবারের কল্যাণ হবে। 

আরও পড়ুন, জেনে নিন দুর্গা পুজোয় কীভাবে বাড়িতে করবেন মঙ্গল ঘট স্থাপন

৪। বাড়ির প্রধানের ঘরে অবশ্যই একটি উত্তর দিকের দেওয়ালে ঘড়ি টানানো উচিত। চাবির গোছা রাখা উচিত তারই ঘরে। 

৫। এই ঘরে ভাবেই যেনও কোনও আয়না না থাকে।কারন কোনও নেঘেটিভ শক্তি তার ঘরে প্রবেশ করবেনা। তার শরীর-মন ভালো থাকবে।

৬।বাড়ির প্রধানের ঘরে সবথেকে প্রয়োজনীয় ভারী ওয়ারড্রব বা আলমারিটি রাখা উচিত।   

আশা করা যায় ,এই নিয়মগুলি মেনে চললে আপনার পরিবার আগের থেকে ভালো থাকবে।