মোটের ওপর শান্তিপূর্ণ ছিল উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনের (UP Elections 2022) পঞ্চম দফা (5th phase)। এদিন ১২টি জেলার প্রায় ৬১টি কেন্দ্রে ভোট গ্রহণ হয়। ভাগ্য পরীক্ষা দিয়েছিলেন ৬৯২ জন প্রার্থী। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলির মধ্যে ছিল অযোধ্য়া, বাহারিচ, বারাবাঙ্কি, চিত্রকোটস গোন্ডা, কোশাম্বি।