রাজনীতির উত্তাপের সঙ্গে পাল্লা দিয়ে ঊর্ধ্বগামী পারদ
আগামী কয়েকদিনে মুক্তির কোনও সম্ভাবনা নেই
তবে বৃষ্টি হবে উত্তরবঙ্গে
জেনে নিন আগামী কয়েকদিনের আবহাওয়ার পূর্বাভাস
পয়লা এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফার ভোট গ্রহণ। মঙ্গলবারই শেষ হচ্ছে দ্বিতীয় দফার প্রচার। ব্যাটেল গ্রাউন্ড নন্দীগ্রামে ভোট প্রচারে আসছেন অমিত শাহ। শুভেন্দু অধিকারীর হয় প্রচার করবেন তিনি। অন্যদিকে প্রচারে শেষ দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ও জনসংযোগের ওপর জোর দেবেন বলেও আশা করছে রাজনৈতিক মহল।
পয়লা এপ্রিল দ্বিতীয় দফায় ভোট। রাজ্যের চার জেলা- পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, ঝাড়গ্রম ও পুরুলিয়ার ৩০টি আসনে ভোট গ্রহণ হবে। সব মিলিয়ে ১৭১ জন প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে। দ্বিতীয় দফায় ভোটে নজরে রয়েছে নন্দীগ্রামে। এই কেন্দ্রে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রতিন্দন্দ্বিতা করবেন তাঁরই মন্ত্রিসভার প্রাক্তন সদস্য শুভেন্দু অধিকারী। বর্তমানে তিনি বিজেপি নেতা। সংযুক্ত মোর্চার হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন সিপিএম নেত্রী মীণাক্ষি মুখোপাধ্যায়। আজই প্রচারের শেষ দিন। এদিন শেষ প্রচারে জনসংযোগ বাড়াতে রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ।
ভোটের ফল আগে থেকে বলা যায় না
রাজ্যের বিভিন্ন প্রান্তে মানুষের চাহিদা ভিন্ন ভিন্ন
তবুও কিছু লক্ষ্মণ দেখে বোঝা যায় মানুষের মন
এবারের ভোটে কার পাল্লা ভারী