সংক্ষিপ্ত

  • দেশ জুড়ে এখন গেরুয়া ঝড়। বিপুল ভোটে জয়ী হয়েছে বিজেপি।
  • দ্বিতীয় বার সরকার গড়ছেন নরেন্দ্র মোদী। ছেলের
  • বিরাট জয়ে উচ্ছসিত মা হীরাবেন। 
     

দেশ জুড়ে এখন গেরুয়া ঝড়। বিপুল ভোটে জয়ী হয়েছে বিজেপি। দ্বিতীয় বার সরকার গড়ছেন নরেন্দ্র মোদী। ছেলের বিরাট জয়ে উচ্ছসিত মা হীরাবেন। 

গেরুয়া ঝড়ে কূপোকাত দেশের অন্য়ান্য় দলগুলি। ছেলের জয়ে খুশি হয়ে সংবাদমাধ্যমের সামনে এলেন মোদীর মাতৃদেবী। 

সংবাদ সংস্থা এএনআই এর একটি ভিডিও থেকে দেখা যাচ্ছে, গুজরাটের গান্ধীনগরে নিজের বাড়ি থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের সামনে হাত জোর করে কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানাচ্ছেন হীরাবেন। সকলে মোদীর নামে স্লোগান তুলেছেন। 

 

 

কিছুদিন আগেই মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ ও রাজস্থানে বিধানসভা নির্বাচনে ক্ষমতায় আসে কংগ্রেস। তাই আশা ছিল এই রাজ্যগুলিতে কিছু করতে পারবে না বিজেপি। কিন্তু সেই আশাতেও জল ঢেলে দিল বিজেপি।

বাংলাতেও তৃণমূল-কংগ্রেস দাবি করেছিল, তারা ৪২-এ-৪২ টাই জিতবে। কিন্তু সেকথাও যে ধোপে টিকল না, তা স্পষ্ট। বাংলায় রীতিমতো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পাল্লা দিয়ে লড়েছে বিজেপি। ফলে অখিলেশ যাদব, মমতা, চন্দ্রবাবুরা যে জোট বেঁধে লড়ার স্বপ্ন দেখছিল। কিন্তু সেই স্বপ্ন যে এবার পূরণ হবে না, তা পরিষ্কার। কারণ এরা নিজেদের রাজ্যেই বিজেপির কাছে বেশ খানিকটা ধরাশায়ী হয়েছে।