সংক্ষিপ্ত
বাবুলের কাছে হার নিয়ে ব্যঙ্গের হাসি মুনমুনের
আসানসোলে তৃণমূলের মুনমুন সেনকে হারালেন বিজেপি-র বাবুল সুপ্রিয়
হারের জেরে তিনি কতটা ধাক্কা খেলেন, তা নিয়েই যেন ধোঁয়াশা তৈরি করলেন আসানসোলের তৃণমূল প্রার্থী মুনমুন সেন। বাঁকা হাসি মুখে নিয়েই তিনি অবশ্য বললেন, "খুব দুঃখ হচ্ছে!"
আসানসোলে বাবুলের সঙ্গে মুনমুনের জোর টক্করের সম্ভাবনা ছিল। এমন কী বাবুলকে মুনমুন হারিয়ে দেবেন বলেও কোনও কোনও এক্সিট পোলে দাবি করা হয়েছিল। বাস্তবে অবশ্য ভোটগণনা শুরু হতে দেখা গেল, প্রায় প্রতিটি রাউন্ডেই মুনমুনকে পিছনে ফেলে এগিয়ে যাচ্ছেন বিজেপি প্রার্থী।
মুনমুন যখন ৬৫ হাজার ভোটে পিছিয়ে তখনই তাঁকে ভোটের ফলাফল নিয়ে প্রতিক্রিয়া জানতে চান সাংবাদিকরা। কিন্তু মুনমুন যেভাবে প্রশ্নের উত্তর দেন তাতে তাঁর চোখেমুখে ব্যঙ্গের ছাপ স্পষ্ট ছিল। সাংবাদিকদের তিনি বলেন, "যেভাবে গণনা হল, তাতে দুঃখ পেয়েছি। শক লেগেছে আমার।"
ভোটের প্রথম থেকেই অবশ্য নিজের প্রতিপক্ষকেও সেভাবে গুরুত্ব দিতে চাননি মুনমুন। প্রতিপক্ষকে হাল্কাভাবে নেওয়ার খেসারতই কি আসানসোলে তাঁকে দিতে হল, এখন দলের মধ্যেই সেই প্রশ্ন উঠছে।