সংক্ষিপ্ত

  • ভোটের সঙ্গে তাঁর সম্পর্কই নেই।
  • তবু লালকেল্লার অধিপতি নির্বাচনের দিন ট্রেন্ডিং হয়ে গেলেন তিনি।
  • সৌজন্যে সাংবাদিকের সামান্য ভুল।

ভোটের সঙ্গে তাঁর সম্পর্কই নেই। তবু লালকেল্লার  অধিপতি নির্বাচনের দিন ট্রেন্ডিং হয়ে গেলেন তিনি। সৌজন্যে সাংবাদিকের সামান্য ভুল।

এদিন ভোট ঘিরে তুমুল উত্তেজনা ছোট বড় সমস্ত সংবাদমাধ্যমে। উদয়াস্ত পরিশ্রমের যে দেড় মাস, তা আজ কার্যত শেষ হতে  চলেছে। এই সময়েই আলোচনার ফাঁকে সানি দেওলকে মুখ ফসকে সানি লিওন বলে ফেললেন বিখ্যাত সাংবাদিক অর্ণব গোস্বামী। ঘটনার ভিডিও কিছুক্ষণের মধ্যেই ভাইরাল হয়ে যায়।

প্রসঙ্গত, এ বছরেই সানি দেওল রাজনীতিতে প্রথম পা রাখলেন। পঞ্জাবের গুরুদাসপুর থেকে লড়ছেন তিনি। প্রায় ৮০ হাজার ভোচে তিনি এগিয়ে আছেন কংগ্রেসের সুনীল জখনরের তুলনায়। প্রসঙ্গত পঞ্জাবে ১৩টির মধ্যে  ৮টি সিটে এগিয়ে আছে বিজেপি।

এদিন সংবাদমাধ্যমকে সানি জানিয়েছেন, "মোদী জিতছেন, তাই আমি খুশি। আশা রাখি মানুষ আমায় জেতাবেন।" সানি চান এই অঞ্চলের নীচুতলার মানুষজনের জন্যে কাজ করতে। 

তাঁকে মানুষ জেতাতেই পারেন, কিন্তু বলা নেই কওয়া নেই সানি লিওনকে জিতিয়ে দিয়ে গেলেন এক সাংবাদিক।