সংক্ষিপ্ত

  • করোনা ভাইরাসে আক্রান্ত ব্রিটিশ অভিনেতা ইদ্রিস এলবা।
  • ট্যুইট করে করোনায় আক্রান্ত হওয়ার কথা জানালেন অভিনেতা। 
  • 'ম্যাট্রিক্স ৪' ছবির শ্যুটিং ইতিমধ্যেই বন্ধ হয়ে গিয়েছে।

একের পর এক হলিউড অভিনেতা-অভিনেত্রীরা আক্রান্ত হচ্ছেন করোনা ভাইরাসে। টম হ্যাঙ্কস, ওলগা কুরেলেঙ্কোর পর এবার করোনা ভাইরাসে আক্রান্ত হলেন ব্রিটিশ অভিনেতা ইদ্রিস এলবা। ট্যুইট করে খবরটি প্রকাশ্যে আনেন অভিনেতা। 'ম্যাট্রিক্স ৪' বিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করার কথা তাঁর। করোনাভাইরাসের কোপে বন্ধ হয়েছে বিনোদন জগতের বিভিন্ন মাধ্যমের শ্যুটিং। সরাসরি এবার কোপ পড়ল 'ম্যাট্রিক্স ৪' ছবিতে। অভিনেতা অসুস্থ হওয়ায় পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে ছবির কাজ। 

আরও পড়ুনঃকরোনাকে বুড়ো আঙুল, চুম্বনে মত্ত হলেন রাজ-শুভশ্রী

আরও পড়ুনঃদেশে আক্রান্তের সংখ্যা বেড়ে ১২৯, তিন রাজ্যের পর এবার বাংলায় বন্ধ সিনেমাহল

 

৪৭ বছর বয়সী এই অভিনেতা ট্যুইট করে জানান, "আজ সকালে আমার কোভিড নাইন্টিনের পরীক্ষা পজিটিভ এসেছে। আমার শরীরে করোনা ভাইরাসের কোনও লক্ষণ বা উপসর্গ নেই। তবুও নিজেকে দূরে রেখেছিলাম কারণ আমি করোনায় আক্রান্ত একজনের কাছাকাছি ছিলাম।" ইদ্রিস নিজের ভক্তদের উদ্দেশ্যে সকলকে বাড়িতে থাকার পরামর্শ দেন। আগামী দিনে তিনি কেমন থাকেন সে বিষয় ট্যুইটারের মাধ্যমেই খবরাখবর দিতে থাকবেন ইদ্রিস।

আরও পড়ুনঃকরোনার গ্রাসে এবার জেমস বন্ডের নায়িকা, রয়েছেন হোম আইসোলেশনে

ছোট এবং বড়োপর্দা, উভয় জায়গায় নিজের অভিনয়ের দাপট দেখিয়েছেন ইদ্রিস। 'লুথার' ধারাবাহিকে এবং 'অ্যাভেঞ্জার্স:ইনফিনিটি ওয়ার' ছবিতে নর্স গড হিমডলের চরিত্রে অভিনয় করেছেন।