সংক্ষিপ্ত

  • প্রয়াত অভিনেতা শ্রীরাম লাগু
  • মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর
  • বলিউডে একশোটিরও বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি
  • খবর প্রকাশ্যে আসার পরই বিটাউনে শোকের ছায়া

বলিউডে একশোটিরও বেশি ছবিতে অভিনয় করেছিলেন কিংবদন্তি অভিনেতা শ্রীরাম লাগু। থিয়েটর জগত থেকেই তাঁর অভিনয়ে পা রাখা। একের পর এক ছবিতে নিজেকে তুলেধরেছিলেন এই অভিনেতা নব নব রূপে। প্রতিটি চরিত্রই যেন তাঁর চেহারায় জীবন্ত। অভিনয়কে মনে প্রাণে গ্রহণ করেছিলেন এই অভিনেতা। তাঁর প্রয়াণে বলিউডে শোকের ছায়া। 

আরও পড়ুনঃ 'এত ঝাল লাগছে কেন আপনার ', নাগরিকত্ব নিয়ে মহেশকে খোঁচা রঙ্গোলির

শ্রীরাম লাগুর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার পরই বলিউডে নামে শোকের ছায়া। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। পরিবার সূত্রে খবর বার্ধক্য জনিত কারণেই মৃত্যু ঘটে তাঁর। বেশ কয়েকদিন ধরে স্বাস্থ্যের অবস্থা ভালো যাচ্ছিল না। মোটের ওপর একশোটি ছবিতে তাঁকে গিয়েছিল কেবল বলিউডে। এছাড়াও তাঁর ঝুলিতে রয়েছে একাধিক ছবি।

 

 

আরও পড়ুনঃ অস্কারের দৌড়ে জোর ধাক্কা, ছিটকে গেল রণবীর-আলিয়ার 'গাল্লি বয়'

মূলত থিয়েটরই করতেন শ্রীরাম লাগু। থিয়েটর ব্যক্তিত্ব হিসেবেই পরিচিতি পেয়েছিলেন বেশি। নাটক নটসম্রাট-এ অভিনয় করে সকলের মন জয় করেছিলেন তিনি। এরপরই বলিউডে পা রাখেন তিনি। শুধু হিন্দি ছবিতেই নয়, একাধিক গুজরাতি, মারাঠি ছবিতেও অভিনয় করতে দেখা গিয়েছিল তাঁকে। তাঁর মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় পাতা ভরে উঠল শোকবার্তায়।