সংক্ষিপ্ত
- প্রয়াত বলিউড তারকা গীতা সিদ্ধার্থ
- বিটাউনে শোকের ছায়া
- বেশ কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন অভিনেত্রী
- বছর শেযে চলচ্চিত্র জগতে আরও এক ইন্দ্রপতন
শনিবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বলিউড অভিনেত্রী গীতা সিদ্ধার্থ। মধ্যরাতে স্বাস্থ্যের অবস্থার অবনতি ঘটার ফলে মৃত্যুর কোলে ঢোলে পড়েন তিনি। পরিবারের পক্ষ থেকে এই খবর প্রকাশ্যে নিয়ে আসা হয় রবিবার সকালে। খবর শোনা মাত্রই বি-টাউনে পড়ে শোকের ছায়া। আরও এক ইন্দ্রপতন হল বলিউডের।
আরও পড়ুনঃ কবে হবে বিরুষ্কার সন্তান, অপেক্ষায় শর্মিলা
সত্তরের দশকে পর্দায় একের পর এক ছবি করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন এই অভিনেত্রী। ১৯৭২ সালে প্রথম তিনি পা রেখেছিলেন বি-টাউনে। ছবির নাম ছিল পরিচয়। সেখান থেকেই যাত্রা শুরু। একের পর এক হিট ছবিতে দেখা গিয়েছিল তাঁকে। শোলে, ডিস্কো ডান্সার, ডান্স-ডান্স প্রভৃতি ছবিতে অভিনেয় করেছিলেন গীতা সিদ্ধার্থ।
১৯৮৭ সালে গীতা সিদ্ধার্থ বলিউড থেকে অবসর নিয়েছিলেন। ডান্স ডান্স ছবিতেই তাঁকে বড় পর্দায় শেষ দেখা গিয়েছিল। এরপর বিনোদন জগতের সঙ্গে যুক্ত হয়েছিলেন তিনি। বেশ কয়েকটি ধারাবাহিকে দেখা গিয়েছিল গীতা সিদ্ধার্থকে। তাঁর কন্যা পরিচিত তথ্যচিত্র নির্মাতা অন্তরা। গীতা সিদ্ধার্থ আর্ট ডিরেক্টর হিসেবেও পরিচিত ছিলেন।