সংক্ষিপ্ত
- আজমের শরিফের দরগায় নুসরত
- সেখানে গিয়ে প্রার্থনাও করেন তিনি।
- সেই ছবি তিনি পোস্ট করেছেন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে।
রাজনীতির ময়দানে একেবারেই আনকোরা। কিন্তু ুপ্রথম চালেই বাজিমাত করেছেন টলিউডের দাপুটে অভিনেত্রী নুসরন জাহান। তৃণমূল কংগ্রেসের টিকিটে বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে বিপুল ভোটে পরাজিত করে জয়ী হয়েছেন এই তারকা প্রার্থী। ভোটের ব্যবধান ৩ লক্ষ ৫০ হাজার ৩৬৯।
টলিউডের নরম গদি ছেড়ে এবার দিল্লির মন্ত্রীসভায় স্থান করে নিতে পেরে স্বভাবতই খুশি এই টলি-কন্যা। ভোটে জেতার পরই নায়িকা পৌঁছে যান খাজা শরিফ নওয়াজ- আজমের শরিফের দরগায়। সেখানে গিয়ে প্রার্থনাও করেন তিনি। সেই ছবিও তিনি পোস্ট করেছেন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে।
বরাবরই মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করতে চেয়েছেন নুসরত। অন্তত, ভোট-প্রচারে বেরিয়ে সংবাদমাধ্যমকে দেওয়ে সাক্ষাতকারে তেমনটাই জানিয়েছেন তিনি। নুসরতের কথায়, বসিরহাটের মানুষ এবং মুখ্যমন্ত্রীর ভরসায় মানুষের জন্য কাজ করতে এগিয়ে এসেছেন তিনি। মানুষের প্রত্যাশা কতটা পূরণ করতে পারেন তিনি তা এখন সময়ের অপেক্ষা।