২০২০ সালের দীপাবলিতে মুক্তি পাবে পৃথ্বীরাজ ছবির মুখ্যভুমিকায় মানসী-অক্ষয় শুক্রবারই হল ছবির শুভ মহরত  ভিডিও শেয়ার করলেন অক্ষয় কুমার

একের পর এক ছবির খবর নিয়ে প্রকাশ্যে আসছে অক্ষয় কুমার। বলিউডের এই মুহুর্তে অন্যতম ব্যস্ত অভিনেতা অক্ষয় কুমার। একের পর এক হিট ছবি দর্শকদের উপহার দিয়ে চলেছেন তিনি। ব্লকবাস্টার ছবির তালিকায় নাম লেখাতে আরও এক ছবির খবর নিয়ে হাজির হলেন অক্ষয় কুমার। সম্প্রতি প্রকাশ্যে এসেছে তাঁর আগামী ছবি গুড নিউজ-এর প্রথম লুক। সেই ছবি মুক্তি পাবে চলতি বছরের শেষে। 

এবার আগামী বছরের ছবির খবর নিয়ে সোশ্যাল মিডিয়ায় হাজির হলেন অক্ষয় কুমার। পৃথ্বীরাজ ছবি যে তিনি করছেন সেই খবর সোশ্যাল মিডিয়ায় আগেই জানিয়ে দিয়েছিলেন। এবার প্রকাশ্যে এল ছবির শুভ মহরতের ভিডিও। সেখানেই দেখা যায় অক্ষয় কুমার, মানসী চিল্লার সহ ছবির সদস্যদের অন্যান্য সদস্যরা মেতে উঠলেন পুজোয়। হোম-পুজোর ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন অভিনেতা অক্ষয় কুমার। ছবি শেয়ার করলেন মানসী চিল্লার। 

Scroll to load tweet…

চন্দ্রপ্রকাশের পরিচালনায় তৈরি হতে চলেছে এই ছবি। যেখানে মুখ্যভুমিকায় দেখা যাবে মানসী চিল্লার ও অক্ষয় কুমারকে। ছবির প্লট যেহেতু বৃহত্তর তাই প্রস্তুতি শুরু হল এক বছর আগে থেকেই। শীঘ্রই শুরু হবে ছবির শ্যুটিং। যদিও সেই বিষয় এখনও স্পষ্ট করে কিছুই জানানি অভিনেতা।