Asianet News BanglaAsianet News Bangla

সব থেকে দামী উপহার পেঁয়াজ, এবার তা প্রমাণ করলেন অক্ষয় কুমার

  • সোনার থেকেও দামি পেঁয়াজ
  • নিজেই তা প্রমাণ করলেন অক্কি
  • স্ত্রীকে অভিনব উপহার দিলেন অক্ষয় কুমার
  • মজার ছলে পোস্ট মুহুর্তে ভাইরাল
Akshay kumar gives an unique gift to her wife
Author
Kolkata, First Published Dec 13, 2019, 5:38 PM IST

ক্রমেই বেড়ে চলেছে পেঁয়াজের দাম। একশোর গণ্ডি পার করে তা ছুঁয়েছিল ২০০ টাকা। এই পরিস্থিতিতে মধ্যবিত্তের মাথায় হাত। পেঁয়াজের দাম নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভরে উঠছে একাধিক পোস্টে। এই তালিকাতে কয়েকদিন আগেই নাম লিখিয়েছিলেন অক্ষয় কুমারের স্ত্রী টুইঙ্কেল। ভক্তদের সঙ্গে শেয়ার করেছিলেন পেঁয়াজ ছাড়া কয়েকটি রেসিপি। 

টুইঙ্কেলের পোস্ট মুহুর্তে ছড়িয়ে পড়েছিল নেট দুনিয়ায়। মজার ছলে ট্রোলও হয়েছিল অক্ষয় কুমারের হাঁড়ির খবর। এবার পরিস্থিতি খানিকটা সামাল দিতে স্ত্রীর হাতে অক্ষয় কুমার তুলে দিলেন এক দামী উপহার। পেঁয়াজ নিয়ে মাথায় হাত টুইঙ্কেলের। পরিস্থিতি লক্ষ্য করে নিজে হাতে উপহার নিয়ে এসেছিলেন অক্কি। কী সেই উপহার! 

 

 

স্ত্রীকে খুশি করতে সকলেই গহনার আশ্রয় নিয়ে থাকেন। কিন্তু টুইঙ্কেলের ক্ষেত্রে এমনটা হয়নি। গহনা তো তিনি পেলেন, তবে তা সোনা কিংবা হিরের নয়। পেঁয়াজ দিয়েই অডার দিয়ে দুল বানিয়ে দিলেন অক্ষয় কুমার। মুহুর্তে সেই ছবি ছড়িয়ে পড়ল নেট দুনিয়ায়। মজার ছলে দেওয়া এই উপহার পেয়ে বেজায় খুশি টুইঙ্কেল। শেয়ার করে নিলেন তা সকলের সঙ্গেই।  

Follow Us:
Download App:
  • android
  • ios