সংক্ষিপ্ত
বাদাম বিক্রি করার সময় গাইতেন নিজের কথা ও সুর দেওয়া একটি গান। ভাবতে পারেননি সেই গানই তাঁকে সাফল্যের চূড়ায় পৌঁছে দেবে। পরিচিতি এনে দেবে গোটা বিশ্বে।
একেই বলে সোশ্যাল মিডিয়া, একেই বলে কপাল, এ যেন ঠিক আর এক রানু মন্ডলের গল্প, পরিবারে আর্থিক সচ্ছ্বলতা একেবারেই ছিল না। আর সেই কারণেই বিক্রি করতেন কাঁচা বাদাম (Kacha Badam Song)। তাও আবার বীরভূমের বিভিন্ন প্রত্যন্ত এলাকায় ঘুরে ঘুরে। আর সেই বাদাম বিক্রি করার সময় গাইতেন নিজের কথা ও সুর দেওয়া একটি গান। ভাবতে পারেননি সেই গানই তাঁকে সাফল্যের চূড়ায় পৌঁছে দেবে। পরিচিতি এনে দেবে গোটা বিশ্বে। সোশ্যাল মিডিয়ার দৌলতে সেই গান বহু দিন আগেই বীরভূমের (Birbhum) গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। তবে শুধুমাত্র বীরভূম নয় দেশের গণ্ডিও ছাড়িয়ে গিয়েছে ভুবন বাদ্যকরের (Bhuban Badyakar) গানটি। উত্তর কোরিয়া (North Korea) থেকে শুরু করে তানজানিয়া (Tanzania), আমেরিকা (America) সব দেশেই ব্যাপক জনপ্রিয় এই গান। আর এবার সেই গান পৌঁছে গেল সেলিব্রিটিদের ঘরে ঘরে। প্রতিটা পদে পদে সোশ্যাল মিডিয়ায় আরও জনপ্রিয় হয়ে উঠছে এই গান।
এবার তারই রিমিক্সে চোখ ধাঁধাঁনো পারফর্ম করতে দেখা গেল অমিত ধুল-নিশা ভাট, বাদাম কাকুর গানের কলির সঙ্গে জোড়া হল আরও বেশ কিছুটা ছত্র, যেখানে বহাদামের গুণাগুণ ও এটিকে খাওয়ার নানান সময়, গান েগানে তুলে ধরলেন অমিত ধুল, সঙ্গে রইল বাদাম কাকুর সোয়াগ। একইভাবে নিশা ভাটের ঠুমকা, ৫ ফেব্রুয়ারি এই গান সোশ্যাল মিডিয়ায় মুক্তি পায়। তার পর থেকেই তা ছড়িয়ে পড়তে থাকে বিভিন্ন মহলে। বর্তমানে এই বাদাম ঝড়েই কাবু সকলে।
আরও পড়ুন- প্রথম লুকেই বাজিমাত অমিতাভের, বিটে বিটে হিট ঝুন্ড ছবির টিজার
আরও পড়ুন- কয়েক কোটি টাকার সম্পত্তি, বিলাসবহুল বাড়ি গাড়ি-সহ কত পরিমাণ সম্পত্তি রেখে গেলেন লতা
বাদাম ভাজার ফাঁকে গেয়েছিলেন, 'আমার কাছে নাইকো বুবু ভাজা বাদাম, আমার কাছে আছে শুধু কাঁচা বাদাম।' আর পথ চলতি এক ব্যাক্তির এই মেটো গানের সুর খুব ভালোলেগে যায় তাই গানটির ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় (Social Media) শেয়ার করেন ওই ব্যাক্তি। ব্যাস তারপরই রাতারাতি ভাইরাল হয়ে যায় ভুবন বাদ্যকারের (Bhuban Badyakar) 'কাঁচা বাদাম' গান। তবে ভাইরাল হয়ে বিশেষ উপকৃত হন নি ভুবন। তিনি অভিযোগ করেন, 'লোকে তাঁর গান শুনতে চাইছে কিন্তু কেউ বাদাম কিনছে না।' অন্যদিকে ঠিক একই ভাবে বাড়ছে পসার ও পরিচিতি, বিভিন্ন মহল থেকে তাঁর গান এখন ট্রেন্ড ও নতুন ফ্যাশনে পরিণত হচ্ছে, ফলে তিনি এক কথায় বর্তমানে সেলিব্রিটি।