ছবির প্রমোশনে প্রকাশ্যেই মুখ খুললেন অনন্যা কার্তিকের সঙ্গে নয়, বলিউডের অন্য কাউকে মন দিয়েছেন তিনি সারার সঙ্গে সম্পর্ক ছেদের পরই জল্পনা তুঙ্গে যদিও কার্তিকের সঙ্গে অনন্যার সম্পর্ক নিয়ে এখনও জলঘোলা

সম্প্রতি কার্তিক আরিয়ন ও সারা আলি খানের মধ্যে থাকা প্রণয়ের সম্পর্কে ইতি টানা হয়েছে। দুই তারকাই কাজ ও কেরিয়ার নিয়ে বেজায় ব্যস্ত। একসময় বিটাউনে চুটিয়ে প্রেম করলেও বর্তমানে তাঁদের হাতে সময় নেই। ফলে চুরান্ত সিদ্ধান্ত নিয়ে নিলেন এই জুটি। আর এক সঙ্গে থাকা নয়। তড়িঘড়ি বিচ্ছেদের খবর প্রকাশ্যেই জানিয়েছিলেন তাঁরা। তবে নেটিজেনদের নজর ছিল অন্যদিকে।

View post on Instagram

সম্পর্কের ভাঙন খুঁজতে গিয়ে আবিষ্কার হল কার্তিকের পরবর্তী ছবিতে রয়েছেন অভিনেত্রী অনন্যা পান্ডে। তাঁর সঙ্গেই নাকি ক্রমেই ঘনিষ্ঠ হয়ে পড়ছেন কার্তিক। সম্পর্কেও জড়িয়েছেন তাঁরা এমনটাই রটনা শোনা গিয়েছিল বলিউড চত্বর থেকে। তবে এই নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি কেউই। তবে যত্রতত্র কার্তিক ও অনন্যাকে পাওয়া যাচ্ছে একই সঙ্গে।

সম্প্রতি ছবির প্রমোশনে হাজির হয়েছিলেন কার্তিক আরিয়ন, ভুমি পেডনেকর ও অনন্যা পান্ডে। প্রকাশ্যে অভিনেত্রীকে পেয়ে এক সাংবাদিক সরাসরি প্রশ্ন করার পরিবর্তে জানতে চান, নিজের স্বামী হিসেবে তিনি কাকে পেতে চান! বিন্দুমাত্র না ভেবে অনন্যা উত্তর দেয়, সলমন খান। সলমন খানকেই তিনি ভবিষ্যতে স্বামী হিসেবে দেখতে চান।