অঙ্কুশের বৃহস্পতি এখন তুঙ্গেসম্প্রতি ঐন্দ্রিলার সঙ্গে কাটিয়ে এলেন ছুটিফিরতে না ফিরতেই নিজেকে উপহার দিলেন গাড়িশেয়ার করলেন নতুন গাড়ির ভিডিও

একেই বোধহয় বলে বৃহস্পতি তুঙ্গে। একের পর এক হিট ছবি দর্শকদের উপহার দিয়ে এখন খানিকটা নিজেকে সময় দেওয়ার পালা। অঙ্কুশ প্রথম থেকেই নিজের কেরিয়ার নিয়ে বেজায় সিরিয়াস। একদিকে চুটিয়ে প্রেম অন্যদিকে দর্শকদের বিনোদন, খামতি রাখেন না কোনও দিকেই। চলতি বছরেই মুক্তি পেয়েছে অঙ্কুশ অভিনীত ছবি বিবাহ অভিযান। 

সেই ছবি বক্স অফিসে এক কথায় হিট। অন্যদিকে অঙ্কুশের বিয়ের আসর বসল বলে। কবে আসবে সুখবর তারই অপেক্ষায় এখন দর্শকেরা। সম্প্রতি ঐন্দ্রিলাকে নিয়ে ছুটি কাটিয়ে এলেন অঙ্কুশ। দুবাইতে গিয়ে একাধিক নতুন অভিজ্ঞতা সঞ্চয় করে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিলেন এই অভিনেতা। এবার ট্রিপ কিংবা সিনেমা নয়। কঠর পরিশ্রমে অর্জন করা সাফল্যকে সেলিব্রেট করতে নিজেকে উপহার দিলেন। 

Scroll to load tweet…

বৃহস্পতিবারই অঙ্কুশের ঘরে এল কিয়া। চারচাকা থেকে ভেলভেটের কাপর সরানোর ভিডিও শেয়ার করলেন ভক্তদের সঙ্গে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া মাত্রই শুভেচ্ছাও পেলেন অঙ্কুশ। একের পর এক প্রাপ্তি যোগে এখন বেজায় খুশি অঙ্কুশ। এবার কবে ঐন্দ্রিলা পা রাখবেন অঙ্কুশের বাড়িতে অপেক্ষা এখন তাঁর।