Asianet News Bangla

বেলি ডান্স করে এবার ফ্লোর কাঁপালেন সঞ্জয় কন্যা, মুহুর্তে ভাইরাল ভিডিও

শানায়া কাপুরের নাচে মেতে উঠল সোশ্যাল মিডিয়ায়

মুহুর্তে ভাইরাল ভিডিও

সম্প্রতি বলিউডের ছবির প্রস্তাব গ্রহণ করেছেন তিনি

দেখা যাবে জাহ্নবী কাপুরের সঙ্গে

 

belly dance of shanaya kapoor
Author
Kolkata, First Published Oct 1, 2019, 3:28 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

এবার বলিউডে পা রাখতে চলেছেন সঞ্জয় কাপুরের কন্যা। সম্প্রতিই তিনি একটি ছবির প্রস্তাব আসে তাঁর কাছে। যেখানে তাঁর বোন জাহ্নবীর সঙ্গে একই ফ্রেমে থাকবেন তিনি। এবার সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে সকলের নজর কাড়লেন এই তারকা কন্যা। 

আরও পড়ুনঃ টিজার মুক্তি পেল মর্দানি ছবির

তবে ছবির খবর নয়, বেলি জান্স করে সকলের মন জয় করে নিলেন সঞ্জয় কন্যা। এক কথায় বলতে গেলে নোরা ফাহেহিকে প্রকাশ্যেই চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন শানায়া কাপুর। বর্তমানে বেলি ডান্স করে বলিউড কাঁপাচ্ছেন নোরা। তাঁর নাচই যেন বদলে দিয়েছে আইটেম জান্সের ইউএসপি। 

 

 

এবার সেই ঘারানাতে হস্তক্ষেপ করতে চলেছেন শানায়া। তার ভঙ্গিতে সেই ইঙ্গিতই যেন স্পষ্ট হয়ে ধরা দিল। বলিউডে পা রাখার আগে নিজেকে পুরোপুরি তৈরি করে নিতে চান এই তনয়া। তাঁর লুক ইতিমধ্যে সকলের নজর কেড়েছে। এবার হট লুকে বেলি ডান্স করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলেন শানায়া। ভক্তের সংখ্যা নেহাতই তাঁর কম নয়। ছোট থেকেই তাঁর নাচের প্রতি আগ্রহ ছিল। তাঁর শিক্ষক সঞ্জনা মুথরেজা এদিন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন এই ছবি। 

Follow Us:
Download App:
  • android
  • ios