সংক্ষিপ্ত

দেব বললেন, ‘…আপনি কীভাবে মানুষের পাশে দাড়িয়েছেন, আজ আবার দেখলাম নিজের লোকের পাশে গিয়ে দাড়ালেন। আশা করছি শান্তি, ন্যায় আর সম্মান, সব ফিরে আসবে।’

 

ভিন্ন সুর শোনা গেল দেবের গলায়। কদিন আগে পর্যন্ত আরজি কর কাণ্ডের প্রতিবাদে পথে নেমেছিলেন দেব। বারে বারে বলেছেন, জাস্টিস ফর আরজি কর। কিন্তু, আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে গলা ফাটালেন নায়ক।

আজ আচমকা জুনিয়র ডাক্তারদের ধরনামঞ্চে চলে গিয়ে আবেগ দিয়ে আন্দোলনকারীদের কাছে টানলেন চেষ্টা করলেন। বললেন, মুখ্যমন্ত্রী নয়, বড় দিদির মতো এসেছি। সঙ্গে বলেন, কাল সারারাত ঝড়-জল হয়েছে। আপনারা যখন কষ্ট পেয়েছেন, আমিও সারারাত ঘুমাতে পারিনি। আমারও কষ্ট হয়েছে। এই ঝড়-জলের মধ্যে আপনারা যেভাবে বসে আছেন, আমার মানসিকভাবে কষ্ট হচ্ছে। আমিও কিন্তু রাতের পর রাত ঘুমাইনি। এভাবে ডাক্তারদের কাছে টানার চেষ্টা করেন মুখ্যমন্ত্রী। দিদির এই পদক্ষেপের পরই তাঁর প্রশংসা করলেন দেব। যা নজর কাড়ল সকলের।

দেব বললেন, ‘দিদি আপনাকে কুর্নিশ জানাই এই উদ্যোগের জন্য। আগেও আপনাকে দেখেছি আপনি কীভাবে মানুষের পাশে দাড়িয়েছেন, আজ আবার দেখলাম নিজের লোকের পাশে গিয়ে দাড়ালেন। আশা করছি শান্তি, ন্যায় আর সম্মান, সব ফিরে আসবে।’

এদিকে সদ্য মুক্তি পেল দেব অভিনীত টেক্কা ছবি টিজার। সেখানে এক নতুন ধরনের চরিত্রে দেখা দেবেন দেব। সঙ্গে আছেন রুক্মিণী ও স্বস্তিকা। এই ছবি মুক্তি পাবে পুজোর সময়। এদিকে আবার পুজো বয়কটের ডাক দিয়েছেন অনেকে। সে প্রসঙ্গে দেব বলেন, আমরা সরকার বিরোধী হতে পারি। কিন্তু বাংলার মানুষের বিরোধী তো হতে পারব না। সরকার আজ আছে। পরে হয়তো অন্য কেউ আসবে। কিন্তু মানুষের বিরুদ্ধে তো যেতে পারব না। একটা বিচার পাওয়ার জন্য বাকি মানুষের সঙ্গে অবিচার তো করতে পারব না।