সংক্ষিপ্ত

উত্তরপাড়ার বিধায়ক তথা অভিনেতা কাঞ্চন মল্লিক এবং তাঁর স্ত্রী শ্রীময়ী চট্টরাজের জীবনে এবার নতুন অতিথির আগমন হল। উৎসবের মরসুমে তাঁদের আনন্দ দ্বিগুন হয়ে গেল।

কালীপুজোর পরেই বাবা হলেন উত্তরপাড়ার বিধায়ক তথা অভিনেতা কাঞ্চন মল্লিক। কন্যাসন্তানের জন্ম দিলেন তাঁর স্ত্রী শ্রীময়ী চট্টরাজ। সদ্যোজাতর নাম রাখা হয়েছে কৃষভি। কাঞ্চন ও শ্রীময়ীর নামের সঙ্গে মিল রেখেই এই নাম রাখা হয়েছে। মেয়ের জন্ম দেওয়ার পর এখনও হাসপাতালেই আছেন শ্রীময়ী। সন্তানের জন্ম দেওয়ার ফলে শারীরিক ধকল রয়েছে। তবে উৎসবের মরসুমে মা হওয়ার আনন্দও আছে। মেয়ে ও মা সম্পূর্ণ সুস্থ আছেন। শ্রীময়ী আরও জানিয়েছেন, সন্তানের জন্মের সময় তাঁর পাশেই ছিলেন কাঞ্চন। তিনি কথা বলে সাহস জোগাচ্ছিলেন। মেয়ে হওয়ার খবর পেয়ে আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠেন কাঞ্চন। তাঁদের পরিবারের সদস্যরাও সদ্যোজাতকে দেখতে হাসপাতালে গিয়েছেন। কাঞ্চন ও শ্রীময়ীর পরিবারের সদস্যরা নজতাককে আশীর্বাদ করছেন।

পরিবারের সবাই খুশি

শ্রীময়ী আরও জানিয়েছেন, কাঞ্চনই মেয়ের নামকরণ করেছেন। সদ্যোজাত সন্তানের মুখ বাবার মতো হয়েছে না মায়ের মতো, সে বিষয়ে এখন আলোচনা চলছে। তবে স্পষ্ট কিছু বোঝা যাচ্ছে না। কালীপুজোর পরেই কন্যাসন্তানের জন্ম হওয়ায় উচ্ছ্বসিত দম্পতি। তাঁরা মনে করছেন, দেবীর অংশই তাঁদের জীবনে এসেছে। কন্যাসন্তান খুব সুন্দর দেখতে হয়েছে বলেও জানিয়েছেন শ্রীময়ী

কন্যাসন্তান আসায় খুশি কাঞ্চন-শ্রীময়ী

শ্রীময়ী জানিয়েছেন, ছেলে হবে না মেয়ে হবে, সে বিষয়ে তাঁদের কোনও ভাবনা ছিল না। সন্তান সুস্থভাবে জন্মাক, এটাই তাঁদের কামনা ছিল। কয়েকদিন পর হাসপাতাল থেকে ছাড়া পাবেন শ্রীময়ী। তারপর তিনি মেয়েকে নিয়ে বাড়িতে ফিরবেন। পরিবারের সবাই সদ্যোজাত কন্যাসন্তানের অপেক্ষায়। কৃষভিকে আদর করার জন্য সবাই ব্যস্ত হয়ে পড়ছেন। শ্রীময়ী জানিয়েছেন, তাঁদের বাড়িতে দীর্ঘদিন পর কারও সন্তানের জন্ম হল। ফলে পরিবারের সবাই খুব খুশি হয়েছেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

কাঞ্চন মল্লিকের বলিউডে পা, 'ভুল ভুলাইয়া ৩' মুক্তির আগে জানালেন নিজের অভিজ্ঞতা, দিলেন বিশেষ বার্তা

কাঞ্চন মল্লিকের বক্তব্যের পাল্টা উত্তর! আরজিকর কাণ্ডের প্রতিবাদে সরকারি সম্মান ফিরিয়ে দিলেন সুদীপ্তা চক্রবর্তী

"আপনার শুভ বুদ্ধি র উদয় হোক শিগগিরই"- বন্ধু বিধায়ক কাঞ্চন মল্লিক-কে 'ত্যাগ' করলেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী