সংক্ষিপ্ত
শোকের কালো মেঘ টেলিপাড়ার জুড়ে ঐন্দ্রিলাকে হারিয়ে শোকস্তব্ধ অভিনেত্রী দেবযানী চট্টোপাধ্যায়ও। ফেসবুকে শোকপ্রকাশ করলেন অভিনেত্রী। ঐন্দ্রিলার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ঈশ্বর যেন ঐন্দ্রিলার পরিবারকে শক্তি দেন সেই প্রার্থনাও করেছেন দেবযানী।
'আর একটু সময় যদি তোমার সঙ্গে থাকতে পারতাম', বন্ধুকে হারিয়ে শোকস্তব্ধ টলি অভিনেত্রী তৃণা সাহা। ১৯ দিনের লড়াই শেষে হার মানলেন ঐন্দ্রিলা। প্রতিবারের মতো আর ফিনিক্স হয়ে ফেরা হল না লড়াকু মেয়ের। অভিনেত্রীর প্রয়াণে শোকস্তব্ধ টলিপাড়া। শোকের ছায়া ভক্ত মহলেও। সোশ্যাল মিডিয়া জুড়ে ঐন্দ্রিলার ছবি। ভাষা হারিয়েছেন অভিনেত্রীর ভালোবাসার মানুষেরা। ভাষা হারিয়েছেন ভক্তবৃন্দরা। ফেসবুকে শোকবার্তা জানালেন অভিনেত্রী তৃণা সাহা। বন্ধুকে হারিয়ে কাতর বার্তা তৃণার। নিজের 'অনুপ্রেরণা'কে বিদায় জানিয়ে তৃণা লিখলেন, 'আর একটু সময় যদি তোমার সঙ্গে থাকতে পারতাম। দেখা হবে অন্য এক জগতে। আমার অনুপ্রেরণা।'
শোকের কালো মেঘ টেলিপাড়ার জুড়ে ঐন্দ্রিলাকে হারিয়ে শোকস্তব্ধ অভিনেত্রী দেবযানী চট্টোপাধ্যায়ও। ফেসবুকে শোকপ্রকাশ করলেন অভিনেত্রী। ঐন্দ্রিলার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ঈশ্বর যেন ঐন্দ্রিলার পরিবারকে শক্তি দেন সেই প্রার্থনাও করেছেন দেবযানী। ফেসবুকে অভিনেত্রী লিখলেন, 'সব লড়াই শেষ...ঐন্দ্রিলা তোকে মনে পড়বে আজীবন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোর পরিবার পরিজনকে যেন শক্তি দেন এমন আঘাত সহ্য করার...শান্তি আসুক।'
১৯ দিনের লড়াই শেষে ফুরল জীবনীশক্তি। গোটা বাংলাকে কাঁদিয়ে চলে গেলেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে ২০ নভেম্বর দুপুর ১২ টা ৫৯ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ঐন্দ্রিলা শর্মা। গত কয়েকদিন ধরেই ঐন্দ্রিলার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটেছিল। আর ফিরল না জ্ঞান। হাওড়ার হাসপাতালেই প্রয়াত হলেন টলি অভিনেত্রী। গত ১৪ নভেম্বর থেকেই ঐন্দ্রিলার পরিস্থিতি খারাপ হতে শুরু করে। বারেবারেই স্তব্ধ হয়ে যাচ্ছিল হৃদযন্ত্র। তবে গতকাল রাতের বেলার ধাক্কা আর সামলাতে পারলেন না ঐন্দ্রিলা। রবিবাসরীয়র দুপুরে অবশেষে এল দুঃসংবাদ।
আরও পড়ুন -
‘ও আর নেই’! ব্যাংকক থেকে বার্তা সৌরভের, ভাষা হারিয়েছেন রাহুল, গৌরব, মিশমি, রাইকিশোরী
ক্যান্সার, মস্তিষ্কে রক্তক্ষরণ, হৃদরোগের ত্রিফলা আক্রমণ! ক্লান্ত ঐন্দ্রিলা অবশেষে ‘ঘুমের দেশে’
প্রয়াত হলেন ঐন্দ্রিলা শর্মা, একটানা ১৯ দিন অদম্য লড়াই চালিয়েও শেষরক্ষা হল না, শোকের ছায়া টলিউডে