সংক্ষিপ্ত
"ইন্ডাস্ট্রিতে অরিন্দম শীল কিন্তু একা নন" টলিউডে যৌন হেনস্থা নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য সঙ্ঘশ্রী সিংহ মিত্রের
সাসপেন্ড করা হয়েছে অরিন্দম শীলকে। সম্প্রতি এক অভিনেত্রা তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনেন। তথ্য প্রমাণ-সহ সমস্ত অভিযোগ জমা করার পরে অরিন্দম শীলকে অনির্দিষ্ট কালের জন্য সাসপেন্ড করেছেন ডিরেক্টর্স গিল্ড।
পরিচালকের সাসপনেশনের পর থেকেই এই প্রসঙ্গে সরব হয়েছেন বেশ কয়েকজন অভিনেতা অভিনেত্রী। স্বস্তিকা মুখোপাধ্যায়, দামিণী বেণী বসু, সুদীপ্তা চক্রবর্তী এবং আরও অনেকে এই প্রসঙ্গে মুখ খুলেছেন।
এবার অরিন্দমকে নিয়ে মুখ খুললেন অভিনেত্রী সঙ্ঘশ্রী সিংহ মিত্র। তিনি জানান, "অরিন্দম শীল যে দিন প্রথম অভিনেত্রীদের গায়ে হাত দেওয়া শুরু করেছিলেন, সে দিন থেকে কেউ কেন প্রতিবাদ জানাননি? অর্থাৎ, সে দিন যাঁর গায়ে তিনি হাত দিয়েছিলেন, তাতে তাঁরও সায় ছিল। সেই জন্যই তিনি চুপ ছিলেন। ফলে, ক্রমশ সাহস বেড়েছে অভিযুক্তের।"
অভিনেত্রী আরও জানান, "সাড়া না দেওয়ার কারণে অনেক প্রতিভা কাজ পান না। আর যখনই কারও স্বার্থে ঘা লাগে, তখনই তিনি অভিযোগ দায়ের করেন। এটাও কি কাম্য? ইন্ডাস্ট্রিতে অরিন্দম শীল কিন্তু একা নন। এ রকম অনেক ‘অরিন্দম শীল’ ইন্ডাস্ট্রিতে ঘুরে বেড়াচ্ছেন। তাঁরাও এ বার শাস্তি পাবেন তো?"
এ ছাড়াও সঙ্ঘশ্রী জানিয়েছেন, "শুধুই প্রযোজক বা পরিচালক নন, অভিনেতা, টেকনিশিয়ানদের মধ্যেও কিন্তু এই স্বভাবের অনেক লোক লুকিয়ে। তাঁরাও অভিযুক্ত পরিচালকের মতোই প্রতিবাদী মিছিলে অংশ নিয়েছেন।"
অরিন্দম শীল শাস্তি পেতে খুশিই হয়েছেন অভিনেত্রী। কিন্তু বাকিরাও যাতে প্রকাশ্যে আসেন সেই দাবিও করেছেন সঙ্ঘশ্রী।
অভিনেত্রীর জানান, বহু পরিচালকের কাছ থেকে কু প্রস্তাব পেয়েছেন তিনিও। বহুবার শারীরিক হেনস্থাও হয়েছেন । এই জন্যই একাধিক কাজ ছাড়তে হয়েছে তাঁকে। তাঁদের বিরুদ্ধে আর্টিস্ট ফোরামে অভিযোগ জানাতে গেলে সংগঠন সেই অভিযোগ নেয় না বলেও জানিয়েছেন তিনি।